টিকাসহ গ্রেপ্তারের ঘটনায় মামলা
রাজধানীর দক্ষিণখানে করোনা ভাইরাসের মর্ডানা ভ্যাকসিনসহ একজনকে গ্রেপ্তারের ঘটনায় মামলা করেছে পুলিশ। ওই মামলায় আটক হওয়া বিজয় কৃষ্ণ তালুকদারসহ আরও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে।