বিবিসির প্রতিবেদন /ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা খাবে ভারতের পোশাকসহ রপ্তানি খাত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকদের মতে, এর ফলে ভারতের রপ্তানি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। ট্রাম্প জানিয়েছেন, শুধু ২৫ শতাংশ শুল্ক নয়, এর পাশাপাশি ‘অনির্দিষ্ট জরিমানাও’ আরোপ করা হবে।