টানা তৃতীয়বারের মতো দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্ক বাংলালিংক
দেশের দ্রুততম মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি অর্জন করেছে বাংলালিংক। টানা তৃতীয়বারের মতো এই স্বীকৃতি অর্জন করেছে বাংলালিংক। ১৭ দশমিক ১২ স্পিড স্কোর নিয়ে ২০২১ সালের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের ওকলা স্পিডটেস্ট অ্যাওয়ার্ড রিপোর্টে বাংলালিংকের এ অর্জন।