ইউনিভার্সাল রিমোট হবে মোবাইল ফোনসেট
টিভির রিমোট নিয়ে কাড়াকাড়ি করার দিন শেষ হয়ে এল। আপনার প্রিয় স্মার্টফোনটির ওপরে অডিও জ্যাকের পাশে কি একটি ছোট্ট বিন্দু আছে? যদি থেকে থাকে, তবে আপনার সেটিই হয়ে উঠতে পারে ইউনিভার্সাল রিমোট। এটি ব্যবহার করে বাড়ির এসি, টিভি কন্ট্রোল করা যাবে এখন থেকে।