টিভিতে আজকের খেলা (১ এপ্রিল ২০২৩, শনিবার)
আইপিএলে বিকালের ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাব-কলকাতা। রাতে খেলবে লক্ষ্ণৌ-দিল্লি। ঢাকা প্রিমিয়ার লিগের বেশ কিছু ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগে বিকালে খেলবে ম্যানচেস্টার সিটি-লিভারপুল। লা-লিগা, সিরি-‘আ’, বুন্দেস লিগারও ম্যাচ রয়েছে। একনজরে দেখে নিন আজকের টিভিতে কী কী খেলা রয়েছে।