ঢাকায় বেড়িয়ে গেলেন ভারতীয় তারকারা
অনেকটা চুপিসারেই ১২ মার্চ দিবাগত রাতটা ঢাকায় কাটালেন বলিউড ও টালিউডের একঝাঁক তারকা। এদের মধ্যে ছিলেন বলিউডের সানি লিওনি ও তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার, নারগিস ফাখরি, শেফালি ও কণ্ঠশিল্পী কৈলাশ খের। টালিউড তারকাদের মধ্যে হাজির হয়েছিলেন নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও মিমি চক্রবর্তী।