প্রবীণ-জীবন সুন্দর হতে পারে
ছেলেবেলায় আমার দাদি বলতেন, ‘ত্রিশে বিদ্যা, চল্লিশে ধন, না হলে ঠনঠন।’ প্রবীণেরা তাঁদের অভিজ্ঞতায় দেখেছেন, নির্দিষ্ট একটা বয়সে পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করতে হয়। তা না হলে জীবন নানা ধরনের জটিলতায় পড়ে। স্বস্তিময় জীবনযাপন করা চ্যালেঞ্জের মুখে পড়ে।