রাজশাহীতে তরিক বাহিনীতে তটস্থ নেতা-জনপ্রতিনিধিরাও
জনপ্রতিনিধিকে লক্ষ্য করে গুলি ছোড়া, স্থানীয় নেতাদের তুলে এনে কোপানো– একের পর এক এমন ঘটনা ঘটিয়ে আবারও রাজশাহীতে আলোচনায় এসেছেন সন্ত্রাসী তরিকুল ইসলাম (তরিক)। অভিযোগ রয়েছে, এলাকায় প্রভাব বিস্তারের জন্য নিজস্ব বাহিনী গড়ে তুলেছেন তিনি। ছাত্রদল থেকে ছাত্রলীগে ভিড়ে যাওয়া তরিক তালিকাভুক্ত সন্ত্রাসী।