রাজার মতোই এলেন জনি ডেপ
কানের লালগালিচার খানিকটা দূরে গাড়ি থেকে নামলেন জনি ডেপ। সঙ্গে ফরাসি অভিনেতা পিয়েরে রিচার্ড ও অভিনেত্রী-নির্মাতা মাই ওয়েন। ‘জ্যঁ দ্যু বারি’ সিনেমা নিয়ে কানে এসেছেন তাঁরা। উৎসবের উদ্বোধনী সিনেমা। রাস্তার একপাশে সার বেঁধে অবস্থান নিয়েছেন ভক্তরা। সবারই ইচ্ছা, জনি ডেপের সঙ্গে সেলফি তোলা বা অটোগ্রাফ নেওয়া