রেলের সিপাহি নিয়োগে ‘আয়’ ১৩ কোটি
রেলের সিপাহি। সেই পদে চাকরির জন্য ঘুষ দিতে হয়েছে ৬-৭ লাখ টাকা। তবে সবকিছু হয়েছে নিয়ম মেনে! মৌখিক ও শারীরিক পরীক্ষায় যাঁদের পাস দেখানো হয়েছে, ঘুষ নেওয়া হয়েছে কেবল তাঁদের কাছ থেকে। এভাবে ১৮৫ জন সিপাহি নিয়োগে ‘আয়’ হয়েছে ১৩ কোটি টাকা। সেই ঘুষের টাকা অবশ্য কেউ একা খাননি। পদ অনুসারে বণ্ঠন করা হয়েছে। তাহলে