প্রতারণার অভিযোগ : সিলগালাই থাকবে সানভীস বাই তনি
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় থাকা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন গুলশানের ‘সানভীস বাই তনি’ শোরুম আপাতত সিলগালাই থাকল। তবে ওই শোরুম সিলগালা করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা