পাহাড়ি পথে ঘোড়াকে গাঁজা সেবন করানো ২ যুবককে খুঁজছে পুলিশ
ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত দুই যুবক ঘোড়াটির মুখ চেপে ধরেছেন। পরে তাদের একজন হাতে থাকা গাঁজাভর্তি রোল করা জ্বলন্ত সিগারেট এর মুখে চেপে ধরেন। শুধু তাই নয়, একপর্যায়ে মুখ চেপে ধরে ঘোড়াটির নাক দিয়েও গাঁজার ধোঁয়া প্রবেশ করান তারা।