অযত্নে নষ্ট সংকেত বাতি
বাঁশি, হাতের ইশারা বা লাঠির আঘাতে চলছে খুলনা নগরীর ট্রাফিক সংকেত ব্যবস্থা। ১৯৮৭ সালে এখানে সংকেত বাতি স্থাপন করা হয়। পরে অযত্ন ও সংস্কারের অভাবে তা পুরোপুরি এখন অকেজো। অজানা কারণে ৩৪ বছরেও এর সংস্কার হয়নি। এ নিয়ে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও ট্রাফিক বিভাগ দুষছে একে অপরকে।