কুয়াশা কী, কেন দেখা যায়
কুয়াশা বাতাসে ভেসে থাকলেও ভূপৃষ্ঠের কাছাকাছি থাকে। মেঘের মতো করেই তৈরি হয় বলে কুয়াশাকে আবহাওয়াবিদেরা ‘লো ক্লাউড’ বলে থাকেন। তাপমাত্রা ও বাতাসে আর্দ্রতার পরিমাণের ওপর ভিত্তি করে কুয়াশা দেখা দিতে পারে এবং হঠাৎ করে অদৃশ্যও হয়ে যেতে পারে।