শৈত্যপ্রবাহ ও কুয়াশাসহিষ্ণু বীজতলা
চারদিকে বেগুন, বাঁধাকপি, ফুলকপি আর পটোলের খেত। মাঝে বোরো ধানের বীজতলা। পলিথিন দিয়ে ঢাকা বীজতলাসহ জমিগুলো অপেক্ষাকৃত উঁচু। ফলে খেতগুলো তুলনামূলক শুকনো। বীজতলাটিও শুকনো। এমন চিত্র দেখা গেছে যশোরের ঝিকরগাছার বোধখানা গ্রামের একটি মাঠে। এ ধরনের বীজতলা কুয়াশা ও শৈত্যপ্রবাহ-সহনশীল বলে জানিয়েছে জেলার কৃষি অ