কাউখালী উপজেলা পরিষদ চত্বরে ছুঁয়েছে বসন্ত
বাসন্তী হাওয়ায় দূর হয়েছে শীতের রুক্ষতা। সবুজ শ্যামলিমায় নতুন পাতার ফাঁকে কোকিলের ডাক আর ঝিঁঝি পোকার সুরের মূর্ছনা চারদিকে। এখানকার ক্লান্তশ্রান্ত মানুষগুলোর প্রকৃতির সখ্য উপভোগের একমাত্র নিরাপদ নৈসর্গ এখন পিরোজপুর জেলার কাউখালী উপজেলা পরিষদ ভবনসংলগ্ন পুকুরপাড়।