বরইয়ে বাঁকবদল ইমরানের
শিক্ষাজীবনে এমন লম্বা বিরতি কখনো আসেনি। করোনার প্রভাবে চারদিকে দুঃখ-কষ্ট আর হতাশা। কবে কলেজে আবার ক্লাস শুরু হবে, কবে শেষ হবে অনার্স। এরপর ছুটতে হবে সরকারি চাকরির পেছনে। সামনে এক মহাযুদ্ধ! এসব দুশ্চিন্তা জেঁকে ধরেছিল ইমরানকে। তবে সমস্যা বেশি দূর এগোতে দেননি তিনি। ছোটবেলা থেকে কৃষক বাবাকে সঙ্গ দিতে দ