এক বছর ধরে ভেঙে পড়ে আছে সেতু, দুর্ভোগে স্থানীয়রা
নড়াইলের কালিয়া উপজেলার মাওলী ইউনিয়নের চর-কাঠাদুরা গ্রামের লাকি রোডের মাওলী খালের ওপর সেতুটি পরিণত হয়েছে মরণ ফাঁদে। প্রতিদিন এই সেতুর ওপর দিয়ে শত শত মানুষসহ অসংখ্য যানবাহন চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ এক বছর ধরে ভেঙে পড়ে আছে। এতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা এই সেতু পার হচ্ছেন।