এরদোয়ান না অর্থনীতি, তুরস্কে জিতবে কে
প্রথম পর্বের ভোটের ফলকে এরদোয়ানের জন্য ‘বড় সাফল্য’ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মূল্যস্ফীতিসহ বিপর্যস্ত অর্থনীতির প্রতিফলন যে জনগণের ভোটে ঘটল না, তার কারণ বিশ্লেষণের সঙ্গে দ্বিতীয় দফার ভোটে পরিস্থিতি পাল্টানো সুযোগ আছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।