পতনের মুখে হরিয়ানার বিজেপি সরকার, কংগ্রেসে গেলেন স্বতন্ত্র ৩ এমপি
মঙ্গলবার সংবাদ সম্মেলন করে পক্ষ পরিবর্তনের কথা জানান স্বতন্ত্র বিধায়ক রণধীন গোলান, ধর্মপাল গোন্ডার এবং সোমবীর সিংহ সঙ্গওয়ান। তাঁরা আরও দাবি করেন, রাজ্যের বাদশাপুর থেকে নির্বাচিত স্বতন্ত্র আরেক বিধায়ক রাকেশ দৌলতাবাদও তাঁদের সঙ্গে রয়েছেন।