ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচন: ভোট শেষে অনিয়মের অভিযোগ নিখোঁজ প্রার্থী আসিফের স্ত্রীর
‘এযাবৎকালের এ পর্যন্ত এই ধরনের এমপি নির্বাচনে এত কম ভোটার কখনই হয়নি। কোনো কেন্দ্রে ৭টা, কোনো কেন্দ্রে ২০টা ভোট পড়েছে। নির্বাচন কমিশন এখানে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করত, তাহলে একটি আমেজ থাকত। ব্রাহ্মণবাড়িয়া-২-ই হতো গণতন্ত্রের অভিযাত্রা, হতো গণতন্ত্রের মূল অভিযাত্রার স্থান।