ই-বুক রিডার
ঘটনার সঙ্গে মিল রেখে জায়গার বর্ণনাও অস্পষ্ট ধারণাকে পরিষ্কার রূপ দেয়। পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান লেখক ঝুম্পা লাহিড়ি বলেছেন, ‘পা নাড়ানো জরুরি নয়, বই পড়লেই ভ্রমণ হয়ে যায়।’ খুব একটা ভুল বলেননি তিনি। ‘ক্লিওপেট্রা’ বইটি পড়লে মিসর নামের দেশটিতে যে মানস ভ্রমণ হয়ে যায়, সে বিষয়ে সন্দেহ নেই।