ইমরানের বিরুদ্ধে মামলার পর কী ঘটতে যাচ্ছে পাকিস্তানে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক ক্রিকেট তারকা ও মহাজনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খানকে ঘিরে পাকিস্তান এখন উত্তাল। ঘটনার শুরু গত শনিবার (২০ আগস্ট)। ওই দিন ইসলামাবাদে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় পুলিশ ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর সমালোচনা করেন ইমরান খান।