মুছে যাবে পুরোনো গুগল অ্যাকাউন্ট
একটা সময় ধারণা ছিল, ইন্টারনেটে যা-ই লেখা বা ছবি পোস্ট করা হোক না কেন, তা আজীবন থেকে যাবে। তবে সময় বদলে গেছে। এখন নিজেদের নীতির সঙ্গে মিল না থাকলে বিভিন্ন লিংক থেকে শুরু করে ইউটিউবের ভিডিও—সবই হুটহাট মুছে দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। গুগলও হাঁটছে সেই পথ ধরে। তাদের ঘোষণা অনুযায়ী, যেসব অ্যাকাউন্ট সক্রিয় নয়,