আফগানিস্তানে টিকাকরণ কমেছে ৮০ ভাগ
তালেবান ক্ষমতা পুনর্দখলের পর আফগানিস্তানের করোনার টিকাকরণ ৮০ ভাগ কমে গেছে। জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। জাতিসংঘের এই সংস্থাটি সতর্ক করে আরও বলেছে, আফগানিস্তানে এখন পর্যন্ত যে অল্প ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে সেগুলো অর্ধেকেরই মেয়াদ শেষ হওয়ার পথ।