বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশ ইন করেছে বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে নারী, শিশুসহ ১৩ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ১৩ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো (পুশ ইন) হয়েছে বলে জানিয়েছে বিজিবি। শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার পাল্লাথল সীমান্ত এলাকায় সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তাদের আটক করা হয়।