টমেটোগাছ নিয়ে থানায় কৃষক
যশোরের কেশবপুরে আলতাফ হোসেন নামে এক কৃষকের মাছের ঘেরের পাড়ে (বেড়ি) রোপণ করা ৩০০ টমেটোগাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্ত। গতকাল শুক্রবার বিকেলে ওই কৃষক টমেটো গাছ নিয়ে থানায় হাজির হয়ে দুই ইউপি সদস্যসহ ৫ ব্যক্তির নামে লিখিত অভিযোগ দিয়েছেন।