নির্মাতা মামুনের বিরুদ্ধে অভিনেত্রী এলিনার অভিযোগ
বুধবার রাতে ফেসবুকে নাম প্রকাশ না করে একজন নির্মাতার বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ করেন অভিনেত্রী এলিনা শাম্মী। অভিনেত্রী লেখেন, ‘যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না। কথার ফুলঝুর