অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের নতুন মোটরসাইকেল আনল টিভিএস
মোটরসাইকেল নির্মাতা কোম্পানি টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের দেশের বাজারে নিয়ে এসেছে অ্যাপাচি আরটিআর ১৬০ টুভি সিরিজের এবিএস মডেলের মোটরবাইক। নতুন প্রজন্মের এবিএস প্রযুক্তি সমৃদ্ধ এই বাইকে যুক্ত করা হয়েছে রেসে ট্র্যাকে ব্যবহৃত বিশেষ অ্যালগোরিদম, যা মোড় ঘোরানোর সময়ে ন্যূনতম গতি কমিয়ে চালককে প্রদান করে ক