প্রযুক্তি ডেস্ক
টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।
টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।
টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।
রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।
টেলিগ্রাম অ্যাপে সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।
টেলিগ্রাম অ্যাপে বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে। মেসেজিং এই প্ল্যাটফর্মের গ্রাহক দিন দিন বাড়ছেই। সম্প্রতি বিশ্বব্যাপী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারের ছয় ঘণ্টার বিভ্রাটে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম পেয়েছে নতুন সাত কোটি গ্রাহক।
টেলিগ্রাম অ্যাপের বিশেষ একটি সুবিধা হচ্ছে এর ক্রস প্ল্যাটফর্ম সাপোর্ট সুবিধা। পিসি, লিনাক্স, ম্যাক থেকে শুরু করে অ্যান্ড্রয়েড, আইওএস পর্যন্ত এমন কোনো অপারেটিং সিস্টেম নেই যেখানে টেলিগ্রাম অ্যাপ সাপোর্ট করে না।এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে নিরাপদে যোগাযোগ করার জন্য অনেকেই টেলিগ্রামের সিক্রেট চ্যাট অপশন ব্যবহার করে থাকেন।
টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য টেলিগ্রাম অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করে নিন।অ্যাপটিতে প্রবেশ করার পর প্রথমে রেজিস্ট্রেশন অপশন আসবে।
রেজিস্ট্রেশনের জন্য আপনার ফোন নম্বর প্রদান করুন। এরপর টেলিগ্রাম থেকে কল বা মেসেজে আসা কোডটি প্রদান করুন ও ভেরিফিকেশন প্রসেস সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন হলে অ্যাপটিকে কাজ করার জন্য পারমিশন দিতে হয়। আপনার ডিভাইসে টেলিগ্রাম অ্যাপের পারমিশন অ্যাকসেস দিন।টেলিগ্রাম অ্যাপ আপনার ডিভাইসে চালু করার পর নিরাপত্তার জন্য দুটি সেটিংস সেট করে নিতে পারেন। একটি হলো টেলিগ্রাম পিন সেট করা এবং আরেকটি হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা।
টেলিগ্রাম অ্যাপে সাধারণ চ্যাটের পাশাপাশি রয়েছে চ্যানেল, বট প্রভৃতি। টেলিগ্রাম অ্যাপে প্রবেশের পর ডানদিকে নিচের কর্নারে থাকা পেনসিল আইকনে ক্লিক করে চ্যাট করা যায়। টেলিগ্রামে একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০,০০০ জন সদস্য যুক্ত করা যায়। টেলিগ্রামের চ্যাটে প্রবেশ করে থ্রি-ডট মেন্যুতে ট্যাপ করলে সার্চ, ক্লিয়ার হিস্টোরি, নোটিফিকেশন মিউট ,অডিও কল, ভিডিও কল প্রভৃতি অপশন পাওয়া যাবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে