Ajker Patrika

গুগলের সার্চ ইঞ্জিনে এআই যুক্তের ঘোষণা দিলেন সুন্দর পিচাই 

প্রযুক্তি ডেস্ক
গুগলের সার্চ ইঞ্জিনে এআই যুক্তের ঘোষণা দিলেন সুন্দর পিচাই 

গুগলের সার্চ ইঞ্জিনে যুক্ত হচ্ছে এআই। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আই/ও ২০২৩ সম্মেলনে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ ঘোষণা দেন। সার্চ ইঞ্জিনে এআই যুক্ত হলে কী কী সুবিধা পাওয়া যাবে তা তুলে ধরেন সুন্দর পিচাই। 

সুন্দর পিচাই বলেন, সার্চ ইঞ্জিনের মধ্যে এআই যুক্ত হলে এতে এআইয়ের উন্নতি হবে। কারণ সার্চ ইঞ্জিনে যা খোঁজা হবে সে সম্পর্কে ডেটা পাবে এআই। ফলে বিভিন্ন সার্চের উত্তর দেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বাড়বে গুগলের। এআইয়ের সুবিধার ফলে গুগলের সার্চ বক্সে প্রশ্ন লিখলেই সেগুলোর উত্তর জানা যাবে। এ ছাড়া, ওয়েবপেজে থাকা তথ্যের বিষয়বস্তুও সংক্ষেপে দেখা যাবে।  

অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই বলেন, ‘সার্চ ইঞ্জিনসহ গুগলের সমস্ত প্রধান পণ্যগুলোকে নতুন রূপ দেওয়া হচ্ছে।’ 

এদিকে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বার্ড এআই প্রযুক্তি আনছে টেক জায়ান্ট গুগল। জানা গেছে, প্রথমে নিজস্ব পিক্সেল সিরিজের ফোনগুলোতে আনা হবে এই সুবিধা।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ গুগলের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েডে এখন কেউ গুগল বার্ড ব্যবহার করতে চাইলে তাঁকে যেতে হয় ওয়েব ব্রাউজারে। তবে গুগলের নতুন পরিকল্পনায় অ্যান্ড্রয়েডের হোম স্ক্রিনে বার্ডের একটি উইজেট যুক্ত হবে। ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে বার্ড এআই প্রযুক্তি ব্যবহার করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত