Ajker Patrika

সত্যি হলো গুঞ্জন, ফোল্ডেবল ফোন আনছে গুগল

প্রযুক্তি ডেস্ক
সত্যি হলো গুঞ্জন, ফোল্ডেবল ফোন আনছে গুগল

বেশ কয়েক মাস ধরে গুগলের ফোল্ডেবল ফোন নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল। ফোনটির বিভিন্ন ছবি ফাঁসের ঘটনাও ঘটেছে। এবার সব গুঞ্জন সত্য হলো। ‘পিক্সেল ফোল্ড’ ডিভাইসের অস্তিত্বের জানান দিয়েছে টেক জায়ান্ট গুগল। গুগলের টুইটার ও ইউটিউব অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে এই ফোল্ডেবল ডিভাইস দেখা গিয়েছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, গুগলের আসন্ন ‘আই/ও’ আয়োজনে ডিভাইসটি ঘোষণার কথা ছিল। তবে গত কয়েক বছরের প্রচলিত ঘটনাগুলোর মতো আয়োজনের আগেই আসন্ন ডিভাইসের ছোট ঝলক দেখিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পিক্সেল ফোল্ড ডিভাইসের দাম শুরু হতে পারে এক হাজার ৭০০ ডলার থেকে। আগামী মাসেই ফোনটি বাজারে আনতে পারে গুগল। 

ডিভাইসের দাম ও অন্যান্য সুবিধা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগামী ১০ মে’র ‘আই/ও’ আয়োজনে গুগলের প্রথম ফোল্ডেবল ফোনের বিভিন্ন সুবিধা সম্পর্কে বিস্তারিত জানা যাবে। 

এর আগে, ইভান ব্লাস নামের এক টুইটার অ্যাকাউন্টের বরাতে দ্য ভার্জ জানায়, পিক্সের ডিসপ্লে লম্বায় ৫ দশমিক ৫ ইঞ্চির হবে, এবং ৩ দশমিক ১ ইঞ্চি চওড়া হবে। প্রসেসর হিসেবে থাকছে গুগলের টেনসর জি২ এসওসি।

ফোনে সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকার পাশাপাশি এটিতে ফেস আনলকের সুবিধাও থাকবে। ব্যাটারি ২৪ ঘণ্টার বেশি প্লেব্যাক সময় এবং ৭২ ঘণ্টা স্ট্যান্ডবাই থাকবে বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত