Ajker Patrika

আটকে যেতে পারে মেটা ও জিফির মধ্যকার চুক্তি 

প্রযুক্তি ডেস্ক
আটকে যেতে পারে মেটা ও জিফির মধ্যকার চুক্তি 

মেটা ও জিফির মধ্যে হতে যাওয়া চুক্তি আটকে দিতে পারে যুক্তরাজ্যের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা। ধারণা করা হচ্ছে, জিআইএফ প্ল্যাটফর্ম জিফি ব্যবহারে মেটাকে বাধা দেওয়া হতে পারে।

দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এর ফলে কোনো বড় প্রযুক্তি কোম্পানির চুক্তি আটকে দেওয়ার প্রথম নজির দেখা যেতে পারে। যদিও মেটা ও নিয়ন্ত্রক সংস্থার কেউই এই বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি। 

বলা হচ্ছে, জিফি ক্রয়চুক্তিতে নীতি লঙ্ঘন করায় গত অক্টোবরে মার্কিন সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুককে (যা এখন মেটা) ৬৭ দশমিক ৩৫ মিলিয়ন ডলার জরিমানা করেছিল যুক্তরাজ্যের ওই নিয়ন্ত্রক সংস্থা।  

জিফি এমন এক অনলাইন প্ল্যাটফর্ম বা ওয়েবসাইট , যেখানে বিভিন্ন ছবির অ্যানিমেটেড রূপ সংরক্ষিত থাকে। বা চাইলে নিজের মতো করে ছবি দিয়ে অ্যানিমেশন তৈরি করে নেওয়া যায়। গত বছরের মে মাসে এই প্ল্যাটফর্মের সঙ্গে ৪০০ মিলিয়ন ডলারের চুক্তি করেছিল ফেসবুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত