প্রযুক্তি ডেস্ক
দেশের বাজারে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি উন্মোচন করেছে চলতি বছরের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন এমআই ১১ লাইট। এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.৮ মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। ফোনটির সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে। যারা বড় স্ক্রিন চান তাঁদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেওয়া হয়েছে কাভার্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এতে খুব দ্রুত ও মসৃণভাবে ফোন আনলক করা যাবে।
স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এমআই সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সব চাহিদা পূরণ করা। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি এমআই ১১ লাইট।’
এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। আছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালার। ফোনটির ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ-স্যাম্পলের পাশাপাশি ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। এ ছাড়া এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের আর ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মাধ্যমে প্রাকৃতিক রং ও গতিশীল ইমেজ প্রসেসিংসহ ৩০ এফপিএস-এ ফোর কে ভিডিও শুট করা যাবে।
এ ছাড়া ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। প্রসেসরটি তৈরি করা হয়েছে গেমিং পারফরম্যান্সের জন্য। এ জন্য দেওয়া হয়েছে আলট্রা-লাইট লিকুইড-কুল প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনটিকে গরম হতে দেবে না। এ ছাড়া থাকছে এলপিডিডিআর ৪ এক্স র্যাম এবং ইউএফএস ২.২, যা ফোনটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেবে। এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএইচের ব্যাটারি। হালকা ও পাতলা ফোন হিসেবে এটাই প্রথম যেখানে এত শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি সাপোর্ট করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
এমআই ১১ লাইট স্মার্টফোনটি জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক এ তিনটি রঙে পাওয়া যাবে। অচিরেই দেশের অথোরাইজড এমআই স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬ + ১২৮ জিবি ও ৮ + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য হবে যথাক্রমে ২৯ হাজার ৯৯৯ ও ৩১ হাজার ৯৯৯ টাকা।
দেশের বাজারে গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি উন্মোচন করেছে চলতি বছরের সবচেয়ে পাতলা ও হালকা ওজনের স্মার্টফোন এমআই ১১ লাইট। এই স্মার্টফোনের পুরুত্ব মাত্র ৬.৮ মিমি এবং ওজন মাত্র ১৫৭ গ্রাম। ফোনটির সামনে রয়েছে পাঞ্চ-হোল ডিজাইনের ক্যামেরা ও বেজেলহীন ডিসপ্লে। যারা বড় স্ক্রিন চান তাঁদের জন্যই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। ফোনটির পাশে দেওয়া হয়েছে কাভার্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এতে খুব দ্রুত ও মসৃণভাবে ফোন আনলক করা যাবে।
স্মার্টফোনটির উন্মোচন উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এমআই সিরিজের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্থবহ উদ্ভাবন ও সেরা প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের সব চাহিদা পূরণ করা। তারই ধারাবাহিকতায় আমরা নিয়ে এসেছি এমআই ১১ লাইট।’
এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া হয়েছে স্পোর্টস ৬.৫৫ ইঞ্চির ১০-বিট অ্যামোলেড ডট-ডিসপ্লে। আছে ১.০৭ বিলিয়ন অন স্ক্রিন কালার। ফোনটির ডিসপ্লেতে ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ২৪০ হার্জ টাচ-স্যাম্পলের পাশাপাশি ডিসপ্লের স্থায়িত্ব বাড়াতে সামনে ও পেছনে দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর সুরক্ষা। এ ছাড়া এই ফোনে ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের আর ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স এবং তার সঙ্গে একটি ৫ মেগাপিক্সেলের টেলিম্যাক্রো ক্যামেরা রয়েছে। এ ছাড়া ফোনটির সামনে আছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির মাধ্যমে প্রাকৃতিক রং ও গতিশীল ইমেজ প্রসেসিংসহ ৩০ এফপিএস-এ ফোর কে ভিডিও শুট করা যাবে।
এ ছাড়া ফ্ল্যাগশিপ পারফরম্যান্স দিতে এমআই ১১ লাইট ফোনটিতে দেওয়া আছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৩২ জি প্রসেসর। প্রসেসরটি তৈরি করা হয়েছে গেমিং পারফরম্যান্সের জন্য। এ জন্য দেওয়া হয়েছে আলট্রা-লাইট লিকুইড-কুল প্রযুক্তি। এ প্রযুক্তি ফোনটিকে গরম হতে দেবে না। এ ছাড়া থাকছে এলপিডিডিআর ৪ এক্স র্যাম এবং ইউএফএস ২.২, যা ফোনটির পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেবে। এই ফোনে দেওয়া হয়েছে শক্তিশালী ৪,২৫০ এমএইচের ব্যাটারি। হালকা ও পাতলা ফোন হিসেবে এটাই প্রথম যেখানে এত শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটি সাপোর্ট করবে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং।
এমআই ১১ লাইট স্মার্টফোনটি জ্যাজ ব্লু, স্ক্যানি কোরাল এবং ভিনিল ব্ল্যাক এ তিনটি রঙে পাওয়া যাবে। অচিরেই দেশের অথোরাইজড এমআই স্টোর, পার্টনার স্টোর ও রিটেইল চ্যানেলে পাওয়া যাবে ফোনটি। ফোনটির ৬ + ১২৮ জিবি ও ৮ + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের মূল্য হবে যথাক্রমে ২৯ হাজার ৯৯৯ ও ৩১ হাজার ৯৯৯ টাকা।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
৫ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
৭ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
৮ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১০ ঘণ্টা আগে