আবির আহসান রুদ্র
গুগল কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে গেলে অনেক সময় দেখা যায়, ছবির মান ভালো থাকে না। ওয়াটারমার্কের সমস্যা আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে ছবি ডাউনলোড করতে গেলেও পড়তে হয় নানান ঝামেলায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে রয়েছে কিছু নির্দিষ্ট ওয়েবসাইট। এসব ওয়েবসাইটে ওয়াটারমার্ক ও অ্যাকাউন্ট তৈরির সমস্যা ছাড়াই ভালো মানের ছবি ডাউনলোড করা যাবে বিনা মূল্যে।
আনসপ্ল্যাস
ভালো মানের ছবি বিনা মূল্যে ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো আনসপ্ল্যাস। এখানে ফ্যাশন, প্রযুক্তি, প্রকৃতি, প্রাণীসহ প্রায় সব ধরনের ছবি পাওয়া যায়। আপনি কী খুঁজছেন, সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও সমস্যা নেই। পিনটারেস্ট বোর্ডের মতো আনসপ্ল্যাসে আছে সাপ্তাহিক কালেকশন ব্যাংক।
সেখান থেকে সপ্তাহের সেরা ছবিগুলো বেছে নেওয়া যাবে খুব সহজে। এ ছাড়া নিজের তোলা কিংবা আঁকা ছবি জমা দিয়ে আনসপ্ল্যাস পুরস্কার জেতার সুযোগও থাকছে প্রতিবছর। উপরন্তু ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে অ্যাকাউন্ট তৈরির প্রয়োজনও নেই।
পিক্সাবে
অন্যান্য ওয়েবসাইটের মতো পিক্সাবে শুধু ছবি সরবরাহ করে না। পিক্সাবে জিআইএফ, সাউন্ড ইফেক্ট, ভিডিও এবং গান সরবরাহ করে। এতে ২৭ লাখের মতো স্টক ছবি আছে। আনসপ্ল্যাসের মতো পিক্সাবেতেও ছবির একটি বিশেষ সংগ্রহশালা রয়েছে। ওয়াটারমার্ক ছাড়া বিনা মূল্যে ছবি ডাউনলোড করতে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই পিক্সাবেতে।
পেক্সেলস
পেক্সেলসের জন্ম ২০১৪ সালে। খুবই জনপ্রিয় এই ওয়েবসাইট ফ্রি ছবি ও ভিডিওর জন্য বিখ্যাত। বিগত বছরগুলোতে পেক্সেলসে ৩২০ কোটির মতো ছবি ও ভিডিও সংযুক্ত হয়েছে। ব্যবহারকারীদের জন্য এই ওয়েবসাইটে ব্রাউজ করা খুব সহজ। পেক্সেলসে একটি বিভাগ আছে, যেখানে ফটোগ্রাফার, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিসহ সপ্তাহের জনপ্রিয় বিষয়গুলো বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।
বার্স্ট
ব্লগ ও ওয়েবসাইটের ছবির জন্য বার্স্ট হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। ব্যবসার মালিকদের চাহিদা পূরণে মূলত গুরুত্ব দিচ্ছে বার্স্ট। সে জন্য ওয়েবসাইটটি অন্যান্য স্টক ছবির ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আলাদা। কানাডার বহুজাতিক কোম্পানি শপিফাইয়ের অঙ্গসংগঠন বার্স্ট। ই-কমার্সে নতুন উদ্যোক্তাদের কথা মাথায়
রেখে ছবি সরবরাহ করে ওয়েবসাইটটি। ফ্যাশন, প্রযুক্তিপণ্য, রান্না ও ক্যাম্প করার যন্ত্রপাতির ছবিসহ বিভিন্ন ধরনের ছবির সংগ্রহশালা বার্স্ট।
রিশট
রিশট মূলত ডিজাইনারদের জন্য তৈরি। এখানে গ্রাফিক ডিজাইনের জন্য বিনা মূল্যে পাওয়া যাবে আইকন, ইলাস্ট্রেশন ও ছবি। ওয়াটারমার্ক ও অ্যাকাউন্ট খোলা ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ফরম্যাটে যেকোনো ছবি ডাউনলোড করতে পারবেন। রিশটের ওয়েবসাইট আধুনিক ও ব্যবহারকারীবান্ধব হওয়ায় ব্রাউজ করা খুব সহজ।
পিকোগ্রাফি
পেশাদার ফটোগ্রাফির জন্য পিকোগ্রাফি অন্যতম সেরা ওয়েবসাইট। ড্যান গোল্ড, জন ডিসুজার মতো বড় বড় ফটোগ্রাফার এই ওয়েবসাইটে নিজেদের ছবি প্রকাশ করেন। প্রকৃতি, বন্য প্রাণী, খাবারসহ বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় পিকোগ্রাফিতে।
গুগল কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে গেলে অনেক সময় দেখা যায়, ছবির মান ভালো থাকে না। ওয়াটারমার্কের সমস্যা আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করে ছবি ডাউনলোড করতে গেলেও পড়তে হয় নানান ঝামেলায়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে রয়েছে কিছু নির্দিষ্ট ওয়েবসাইট। এসব ওয়েবসাইটে ওয়াটারমার্ক ও অ্যাকাউন্ট তৈরির সমস্যা ছাড়াই ভালো মানের ছবি ডাউনলোড করা যাবে বিনা মূল্যে।
আনসপ্ল্যাস
ভালো মানের ছবি বিনা মূল্যে ডাউনলোডের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হলো আনসপ্ল্যাস। এখানে ফ্যাশন, প্রযুক্তি, প্রকৃতি, প্রাণীসহ প্রায় সব ধরনের ছবি পাওয়া যায়। আপনি কী খুঁজছেন, সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও সমস্যা নেই। পিনটারেস্ট বোর্ডের মতো আনসপ্ল্যাসে আছে সাপ্তাহিক কালেকশন ব্যাংক।
সেখান থেকে সপ্তাহের সেরা ছবিগুলো বেছে নেওয়া যাবে খুব সহজে। এ ছাড়া নিজের তোলা কিংবা আঁকা ছবি জমা দিয়ে আনসপ্ল্যাস পুরস্কার জেতার সুযোগও থাকছে প্রতিবছর। উপরন্তু ওয়েবসাইট থেকে ছবি ডাউনলোড করতে অ্যাকাউন্ট তৈরির প্রয়োজনও নেই।
পিক্সাবে
অন্যান্য ওয়েবসাইটের মতো পিক্সাবে শুধু ছবি সরবরাহ করে না। পিক্সাবে জিআইএফ, সাউন্ড ইফেক্ট, ভিডিও এবং গান সরবরাহ করে। এতে ২৭ লাখের মতো স্টক ছবি আছে। আনসপ্ল্যাসের মতো পিক্সাবেতেও ছবির একটি বিশেষ সংগ্রহশালা রয়েছে। ওয়াটারমার্ক ছাড়া বিনা মূল্যে ছবি ডাউনলোড করতে কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই পিক্সাবেতে।
পেক্সেলস
পেক্সেলসের জন্ম ২০১৪ সালে। খুবই জনপ্রিয় এই ওয়েবসাইট ফ্রি ছবি ও ভিডিওর জন্য বিখ্যাত। বিগত বছরগুলোতে পেক্সেলসে ৩২০ কোটির মতো ছবি ও ভিডিও সংযুক্ত হয়েছে। ব্যবহারকারীদের জন্য এই ওয়েবসাইটে ব্রাউজ করা খুব সহজ। পেক্সেলসে একটি বিভাগ আছে, যেখানে ফটোগ্রাফার, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফিসহ সপ্তাহের জনপ্রিয় বিষয়গুলো বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।
বার্স্ট
ব্লগ ও ওয়েবসাইটের ছবির জন্য বার্স্ট হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। ব্যবসার মালিকদের চাহিদা পূরণে মূলত গুরুত্ব দিচ্ছে বার্স্ট। সে জন্য ওয়েবসাইটটি অন্যান্য স্টক ছবির ওয়েবসাইট থেকে সম্পূর্ণ আলাদা। কানাডার বহুজাতিক কোম্পানি শপিফাইয়ের অঙ্গসংগঠন বার্স্ট। ই-কমার্সে নতুন উদ্যোক্তাদের কথা মাথায়
রেখে ছবি সরবরাহ করে ওয়েবসাইটটি। ফ্যাশন, প্রযুক্তিপণ্য, রান্না ও ক্যাম্প করার যন্ত্রপাতির ছবিসহ বিভিন্ন ধরনের ছবির সংগ্রহশালা বার্স্ট।
রিশট
রিশট মূলত ডিজাইনারদের জন্য তৈরি। এখানে গ্রাফিক ডিজাইনের জন্য বিনা মূল্যে পাওয়া যাবে আইকন, ইলাস্ট্রেশন ও ছবি। ওয়াটারমার্ক ও অ্যাকাউন্ট খোলা ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পছন্দমতো ফরম্যাটে যেকোনো ছবি ডাউনলোড করতে পারবেন। রিশটের ওয়েবসাইট আধুনিক ও ব্যবহারকারীবান্ধব হওয়ায় ব্রাউজ করা খুব সহজ।
পিকোগ্রাফি
পেশাদার ফটোগ্রাফির জন্য পিকোগ্রাফি অন্যতম সেরা ওয়েবসাইট। ড্যান গোল্ড, জন ডিসুজার মতো বড় বড় ফটোগ্রাফার এই ওয়েবসাইটে নিজেদের ছবি প্রকাশ করেন। প্রকৃতি, বন্য প্রাণী, খাবারসহ বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায় পিকোগ্রাফিতে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
৫ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
৭ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
৮ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১০ ঘণ্টা আগে