Ajker Patrika

হোয়াটসঅ্যাপে টেক্সট হাইলাইট ও তালিকা তৈরির নতুন ৪ ফরম্যাট

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ১৫
হোয়াটসঅ্যাপে টেক্সট হাইলাইট ও তালিকা তৈরির নতুন ৪ ফরম্যাট

চ্যাটিংয়ের মাধ্যমে যোগযোগকে আরও সহজ করতে নতুন চারটি টেক্সট ফরম্যাট নিয়ে এল হোয়াটসঅ্যাপ। বিভিন্ন সংকেত ব্যবহার করে বুলেট ও নম্বর তালিকা, ব্লক কোটস বা উদ্ধৃতি হাইলাইট এবং ইনলাইন কোড টেক্সেটের মাধ্যমে তৈরি করা যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ মেসেজগুলো হাইলাইট করা যাবে। অর্থাৎ টেক্সটগুলো ভালোভাবে চোখে পড়বে ও চ্যাটগুলো সুশৃঙ্খলভাবে থাকবে।

অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব ও ম্যাকের হোয়াটসঅ্যাপের নতুন ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলেও ব্যবহার করা যাবে। নতুন আপডেটে হোয়াটসঅ্যাপের টেক্সট বোল্ড, ইটালিক, মনোস্পেস ফরম্যাটের সঙ্গে নতুন চারটি ফরম্যাট যুক্ত হবে।

মেসেজে সরাসরি টেক্সট ফরম্যাটগুলো ব্যবহার করা যাবে।

বুলেট লিস্ট: শপিং বা কাজের তালিকা তৈরি করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। টেক্সট রেখার সময় কোনো বর্ণের আগে ‘-’ এই সংকেত যুক্ত করে একটি স্পেস দিলেই এই ফরম্যাটে লেখা যাবে।

শপিং বা কাজের তালিকা তৈরি করতে বুলেট লিস্ট কাজে লাগবে।নম্বর লিস্ট: এই ফরম্যাটে নম্বর দিয়ে তালিকা তৈরি করা যাবে। যেমন–কোনো নির্দিষ্ট ক্রমে কোনো নির্দেশনা দিতে এই নম্বরভিত্তিক তালিকা কাজে লাগবে। এই ফরম্যাট ব্যবহারের জন্য এক বা একাধিক সংখ্যা (যেমন–‘1 ’) লিখুন ও এরপরে ‘. ’ চিহ্ন দিয়ে একটি স্পেস দিন।

ব্লক কোটস: কোনো উদ্ধৃতি আলাদা করে বোঝাতে চাইলে বা হাইলাইট করতে চাইলে এই ফ্যারম্যাট ব্যবহার করা যাবে। এজন্য ‘>’ টাইপ করে স্পেস দিন এবং যে বাক্যটি হাইলাইট করতে চান সেটি লিখতে থাকুন।

ইনলাইন কোড: কোন নির্দিষ্ট তথ্য হাইলাইট করতে এই ফরম্যাট ব্যবহার করা যাবে। এটি বিশেষ করে কোডারদের জন্য বেশি কাজে লাগবে। এজন্য “`” সংকেত ব্যবহার করা যায়।

তথ্যসূত্র: দ্য ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত