অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৩ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৪ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৫ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৬ ঘণ্টা আগে