অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের ফাইনালিস্ট। তাঁর আগের বছরের উইম্বলডন চ্যাম্পিয়ন। দিনে দিনে ‘হেভিওয়েট’ প্রতিপক্ষ হিসেবেই নিজেকে দাঁড় করিয়েছিলেন এলিনা রিবাকিনা। কাজাখ এই প্রতিযোগী তৃতীয় বাছাই হিসেবেই খেলতে এসেছিলেন চলতি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই অঘটনের শিকার হলেন। ২৪ বছর বয়সী রিবাকিনাকে দেশের টিকিট ধরিয়ে দিয়েছেন অবাছাই রাশিয়ার আনা ব্লিঙ্কোভা।
তবে এমনটা মনে করার কারণ নেই, সহজেই হাল ছেড়ে দিয়েছেন রিবাকিনা। প্রথম দুই সেটে ১-১ ব্যবধানে সমতা। তৃতীয় সেটে দুই প্রতিযোগীর ‘হার না মানা’ মানসিকতায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এবং টাইব্রেকে যা হলো সেটি ইতিহাস! টাইব্রেক মিলিয়ে শেষ সেটের নিষ্পত্তি হতে সময় লাগল ৯৩ মিনিট। শুধু টাইব্রেকেই লেগেছে আধ ঘণ্টারও বেশি সময়। ব্লিঙ্কোভা জিতলেন ৬-৪,৫-৬, ৭-৬ (২২-২০) গেমে। ছেলে কিংবা মেয়ে উভয় বিভাগ মিলিয়েই গ্র্যান্ড স্লামের একক ম্যাচে এটাই সবচেয়ে বেশি ৪২ পয়েন্টের টাইব্রেক। গ্র্যান্ড স্লামের একক ম্যাচে আগের লম্বা টাইব্রেকটি ছিল ৩৮ পয়েন্টের, যা ঘটেছিল ২০০৭ সালের অস্ট্রেলিয়ান ওপেন এবং গত বছর উইম্বলডনে।
মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় ২ ঘণ্টা ৪৬ মিনিট লড়াইয়ে শেষে এমন একটি ম্যাচ জয়ের পর ব্লিঙ্কোভার প্রতিক্রিয়া কী? ‘কী বলব আমি বুঝে পাচ্ছি না’—রুশ প্রতিযোগী বলে গেলেন, ‘এটা অসম্ভব কঠিন একটা ম্যাচ ছিল। প্রতিটা পয়েন্টের দিকেই মনোযোগ ধরে রাখার চেষ্টা করে গেছি আমি।’
অঘটনের শিকার হয়েছেন ব্রিটিশ তারকা এমা রাদুকানুও। ২০২১ সালের উইম্বলডন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-৪,৪-৬ ও ৬-৪ গেমে হেরেছেন চীনের ওয়াং ইয়াফানের কাছে।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
১ ঘণ্টা আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
২ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে