‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
‘বড় তিন’কে ছাপিয়ে বিশ্ব টেনিসে নতুন কেউ যে সাফল্য পাননি, ব্যাপারটা তেমন নয়। দানিল মেদভেদেভ, ডমিনিক থিম গ্র্যান্ড স্লাম জিতেছেন। টেনিসের ‘মেজর’ টুর্নামেন্টে ফাইনাল খেলেছেন অনেক তারকাই। অতল জল থেকে ওপরে ওঠার ‘বুদ্বুদ’ তাঁরা তুলতে পারলেও ওই পর্যন্তই। ‘কলি’র পরিচিতি ছাপিয়ে তাদের ফুল হয়ে ফোটার অনেক বাকি। ব্যতিক্রম শুধু কার্লোস আলকারাসই। এই এক তরুণকে দেখে যারপরনাই মুগ্ধ জন ম্যাকেনরো থেকে ম্যাটস উইল্যান্ডার!
এই কার্লোসকে ধরা হচ্ছে নতুনের প্রতীক, বিশ্ব টেনিসে বুদ্বুদ তোলা তারকাদের প্রতিনিধি। তাঁর বিরুদ্ধে উইম্বলডনে নোভাক জোকোভিচের ফাইনালটিকে তাই ধরা হচ্ছিল বড় তিনের আধিপত্য ভেঙে নতুনের কেতন ওড়ানোর লড়াই। নোভাক জোকোভিচও কোর্টে নামার আগে বলেছিলেন ‘এটি চূড়ান্ত লড়াই। শুধু টেনিসই নয়, বিশ্বের অন্য সব ক্রীড়ামোদীর চোখ থাকবে এই ফাইনালে।’
সেই ফাইনাল হলো ফাইনালের মতোই। তাতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিতলেন আলকারাস—১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬, ৬-৪ গেমে।
প্রথম সেটে ৬-১ গেমে আলকারাসকে উড়িয়ে দিয়েছেন জোকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান আলকারাস। টাইব্রেকে ৭-৬ (৮-৬) ব্যবধানে জিতে যান স্প্যানিয়ার্ড। টাইব্রেকে দ্বিতীয় সেটে জোকোভিচকে হারিয়ে দেওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, এই ম্যাচের আগে গ্র্যান্ড স্লামে টানা ১৫টি টাইব্রেকে অপরাজিত ছিলেন জোকোভিচ! আর শেষ সেটে যেভাবে জিতলেন ২০ বছর বয়সী আলকারাস, সেটা যেন ছেলেদের টেনিসে যুগ বদলেরই বার্তা!
ড্রপ শট বরাবরই আলকারাসের শক্তি। কালও সেটা দেখা গেল। শিরোপা-নির্ধারণী শেষ সেটে তার ড্রপ শটের সামনে বড্ড অসহায় দেখা গেল জোকোভিচকে। শুধু কি ড্রপ শট! আলকারাসে শক্তিশালী সার্ভের বিপক্ষে বড় নড়বড়ে মনে হলো ৩৬ বছর বয়সী জোকোভিচকে।
একপর্যায়ে তো টানা তিনটি এইস করলেন আলকারাস। এই আলকারাসকে দেখে বিবিসি অনলাইনে ম্যাচে লাইভ কমেন্ট্রিতে সংবাদমাধ্যমটির টেনিস প্রতিবেদক রাসেল ফুলার মন্তব্য করলেন, ‘স্টার্ট অব আ স্প্যানিশ ডাইনাস্টি।’ বিবিসির টেনিস ধারাভাষ্যকার অ্যান্ড্রু ক্যাস্টলেরও কাছাকাছি মন্তব্য, ‘সেন্টার কোর্টের নতুন কিং।’
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে