লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার ভোর ৬টায় মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। অপেক্ষার ক্ষণ গুনছে ফুটবল রোমান্টিকরা। প্রস্তুত মারাকানার রিও ডি জেনেরিও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে আর্জেন্টিনা। এই দুই দলের ১১১ বারের দেখায় ৪৬টিতে জিতেছে আর্জেন্টিনা। বিপরীতে ব্রাজিলের জয় ৪০টিতে। বাকি ২৫ ম্যাচ ড্র হয়েছে।
আবার কোপা আমেরিকার নকআউট পর্বে গত ২৬ বছরে ব্রাজিলের বিপক্ষে একবারও জিততে পারেনি আর্জেন্টিনা। তবে এই দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে ১-০ গোলে জিতেছিলেন আলবিসেলেস্তেরা।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ২০১৯ কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে উঠেছিল ব্রাজিল। পরে তো শিরোপাই জিতে নিলেন গ্যাব্রিয়েল জেসুস-থিয়াগো সিলভারা। কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেই। শুধু ২০১৯ নয়, কোপার নকআউট পর্বের সবশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি আর্জেন্টিনা।
শুরুটা ১৯৯৫ কোপা দিয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। ১৯৯৯ কোপায়ও কোয়ার্টার ফাইনালে থামতে হবে এই দুই দলের এক দলকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে সেবারও বিদায় আর্জেন্টিনার।
২০০৪ কোপায় আর কোয়ার্টার ফাইনালে নয়, ফাইনালেই ওঠে ব্রাজিল-আর্জেন্টিনা। ১৯৯৫ কোপার মতো সেবারও নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছিল ব্রাজিল। ২০০৭ কোপায়ও একই ছবি। ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ। আর সর্বশেষ ২০১৯ কোপায়ও হারের বৃত্ত থেকে বের হতে পারেননি লিওনেল মেসিরা। সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। ২০০৭ সালের পর আবারও ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা।
এবার কি আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বে হারের বৃত্ত ভাঙতে পারবে? উত্তর মিলবে ১১ জুলাই, রোববার।
লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রোববার ভোর ৬টায় মাঠে নামবে ব্রাজিল-আর্জেন্টিনা। অপেক্ষার ক্ষণ গুনছে ফুটবল রোমান্টিকরা। প্রস্তুত মারাকানার রিও ডি জেনেরিও। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের আগে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে আছে আর্জেন্টিনা। এই দুই দলের ১১১ বারের দেখায় ৪৬টিতে জিতেছে আর্জেন্টিনা। বিপরীতে ব্রাজিলের জয় ৪০টিতে। বাকি ২৫ ম্যাচ ড্র হয়েছে।
আবার কোপা আমেরিকার নকআউট পর্বে গত ২৬ বছরে ব্রাজিলের বিপক্ষে একবারও জিততে পারেনি আর্জেন্টিনা। তবে এই দুই দলের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে ১-০ গোলে জিতেছিলেন আলবিসেলেস্তেরা।
কোপার বর্তমান চ্যাম্পিয়ন দল ব্রাজিল। ২০১৯ কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে উঠেছিল ব্রাজিল। পরে তো শিরোপাই জিতে নিলেন গ্যাব্রিয়েল জেসুস-থিয়াগো সিলভারা। কোপায় ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ওই ম্যাচেই। শুধু ২০১৯ নয়, কোপার নকআউট পর্বের সবশেষ পাঁচ ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি আর্জেন্টিনা।
শুরুটা ১৯৯৫ কোপা দিয়ে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছিল ব্রাজিল-আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। ১৯৯৯ কোপায়ও কোয়ার্টার ফাইনালে থামতে হবে এই দুই দলের এক দলকে। ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে সেবারও বিদায় আর্জেন্টিনার।
২০০৪ কোপায় আর কোয়ার্টার ফাইনালে নয়, ফাইনালেই ওঠে ব্রাজিল-আর্জেন্টিনা। ১৯৯৫ কোপার মতো সেবারও নির্ধারিত সময়ে ২-২ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছিল ব্রাজিল। ২০০৭ কোপায়ও একই ছবি। ফাইনালে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ। আর সর্বশেষ ২০১৯ কোপায়ও হারের বৃত্ত থেকে বের হতে পারেননি লিওনেল মেসিরা। সেমিফাইনালে ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল আর্জেন্টিনা। ২০০৭ সালের পর আবারও ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা।
এবার কি আর্জেন্টিনা ব্রাজিলের বিপক্ষে নকআউট পর্বে হারের বৃত্ত ভাঙতে পারবে? উত্তর মিলবে ১১ জুলাই, রোববার।
২০১২, ২০১৬, ২০১৮—তিনবার এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছুঁতে পারেনি বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসানদের সেই কান্নাভেজা মুহূর্ত এখনো বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা ভুলতে পারছেন না।
১৭ মিনিট আগেহকি এশিয়া কাপে বাংলাদেশের খেলাটা অনেকটাই নিশ্চিত ছিল। অবশেষে আজ এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। ২০২৫ হকি এশিয়া কাপে খেলবে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেএক দিন বিরতির পর আজ মাঠে নামছে পাকিস্তান শাহিনস। ডারউইনে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান শাহিনস-মেলবোর্ন রেনেগেডস একাডেমি ম্যাচ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’-এরও ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগেডি বক্সের বেশ বাইরে থেকে ফ্রি-কিক পেলেন হুলিয়ান আলভারেজ। ডান পায়ে বাঁকানো এক শট নিলেন তিনি। এসপানিওলের ডিফেন্ডাররা তো বটেই। তাদের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ ডান দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। আলভারেজের বল জালে জড়াতেই উদযাপন শুরু আতলেতিকো মাদ্রিদের ফুটবলারদের।
২ ঘণ্টা আগে