নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
বাংলাদেশের বিপক্ষে খেলতে অবশেষে চলেই এল সিঙ্গাপুর ফুটবল দল। বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা বিমানবন্দরে নেমেছে দলটি। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে পরশু তারা মুখোমুখি হবে।
ঢাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ব্যস্ততা শুরু সিঙ্গাপুর ফুটবল দলের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বিকেল ৪টায় উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ডে অনুশীলন শুরু করবে সফরকারীরা। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। ম্যাচের ভেন্যুতে সিঙ্গাপুর ফুটবল দল অনুশীলন করবে আগামীকাল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত চলবে অনুশীলন। এই ভেন্যুতে পরশু বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল রওনা দেওয়ার আগে চাঙ্গি বিমানবন্দরে সিঙ্গাপুর দলের একটি বহর ছবি তুলেছে।
রাত পৌনে ১১টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ৪৫ মিনিট দেরি হয়েছে। সিঙ্গাপুর দলে যোগ দেওয়ার কথা ফারহান জুলকিফলির। গতি, ড্রিবলিং ও প্লেমেকিং সক্ষমতা দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য আছে জুলফিকলির। সিঙ্গাপুরের হয়ে ছয় ম্যাচে করেছেন ১ গোল।
সিঙ্গাপুর দলের ম্যানেজারসহ দুজন পরশু রাতেই ঢাকায় এসেছেন। ঢাকার জাতীয় স্টেডিয়াম গতকাল পরিদর্শন করেছেন ম্যানেজার। বাংলাদেশে আসার আগে সিঙ্গাপুর গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়েছে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গোল দুটি করেছেন হামজা চৌধুরী ও সোহেল রানা। প্রীতি ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে সব দলেরই ১ পয়েন্ট। মার্চে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। একই সমীকরণ নিয়ে মাঠ ছেড়েছিল হংকং-সিঙ্গাপুরও।
সিঙ্গাপুর ফুটবল দলের অনুশীলনের সূচি
৮ জুন
ভেন্যু: আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফিল্ড
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত
৯ জুন
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত
১০ জুন
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
ভেন্যু: ঢাকা জাতীয় স্টেডিয়াম
ম্যাচ শুরু: সন্ধ্যা ৭টা
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে