ক্রীড়া ডেস্ক
৩-২ গোলের স্কোরকার্ড দেখে বোঝার সাধ্য নেই রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা কী পরিমাণ রোমাঞ্চ ছড়িয়েছে। অতিরিক্ত সময়ের গোলে রিয়াল ম্যাচটি জিতেছে। এই গোলটি এনে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র।
এস্তাদিও মিউনিসিপাল দে বুতার্ক স্টেডিয়ামে গত রাতে রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা ছিল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল। নকআউট পর্বের ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ২-২ গোলে ড্র। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে জয়সূচক গোল করেন গঞ্জালো গার্সিয়া। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেডে গোল করার পর গার্সিয়া শুরু করলেন উদযাপন। এই গার্সিয়াই মাদ্রিদের ভিলানুয়েভা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ও ব্যবসায় বিশ্লেষণের ওপর ডিগ্রি নিচ্ছেন। কোপা দেল রের নকআউট পর্বের ম্যাচটিতে গোলের পর গার্সিয়া জানালেন তাঁর স্বপ্নপূরণের কথা। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘দিনটি অভিষেকের চেয়েও বিশেষ কিছু। ছোটবেলা থেকে রিয়ালের হয়ে গোল করার স্বপ্ন দেখেছি। সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে নিজেকে।’
রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটিতে সতীর্থ লুকা মদরিচের সঙ্গে লেগে যায় ভিনিসিয়ুস জুনিয়রের। কারণ, রক্ষণ সামলাতে ভিনিকে নিচে নামতে বলেন মদরিচ। তবে ভিনি সেদিকে ভ্রুক্ষেপ না করায় মদরিচ খেপে যান। ভিনি তর্ক জুড়ে দেন মদরিচের সঙ্গে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথা কাটাকাটির বিষয়ে প্রশ্ন করা হয় মদরিচকে। ম্যাচ শেষে মদরিচ বলেছেন, ‘ভিনির ওপর কীভাবে রাগ করব? এটা ফুটবল। যেটা দেখার দরকার নেই,সেদিকেই আপনাদের চোখ যায়।’
১৮ ও ২৫ মিনিটে মদরিচ ও এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে। লেগানেসকে এরপর জোড়া গোলে সমতায় ফিরিয়েছেন হুয়ান ক্রুজ। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ক্রুজ করেন প্রথম গোল। দ্বিতীয় গোলটি তিনি করেন ৫৯ মিনিটে। এমনকি যে গার্সিয়া রিয়ালকে জয়সূচক গোল এনে দিয়েছেন, তিনি (গার্সিয়া) ৮২ মিনিটে এনড্রিকের বদলি হিসেবে নেমেছিলেন। ২০২৩ সাল থেকে রিয়ালে খেললেও গত রাতেই ক্লাবটির হয়ে প্রথম গোল করেন গার্সিয়া।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিও। ৪৬ মিনিটে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নামানো হয় রদ্রিগোর পরিবর্তে। ৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনি।
৩-২ গোলের স্কোরকার্ড দেখে বোঝার সাধ্য নেই রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা কী পরিমাণ রোমাঞ্চ ছড়িয়েছে। অতিরিক্ত সময়ের গোলে রিয়াল ম্যাচটি জিতেছে। এই গোলটি এনে দিয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্র।
এস্তাদিও মিউনিসিপাল দে বুতার্ক স্টেডিয়ামে গত রাতে রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটা ছিল কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল। নকআউট পর্বের ম্যাচটি ৯০ মিনিট পর্যন্ত ছিল ২-২ গোলে ড্র। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে জয়সূচক গোল করেন গঞ্জালো গার্সিয়া। ব্রাহিম দিয়াজের ক্রস থেকে হেডে গোল করার পর গার্সিয়া শুরু করলেন উদযাপন। এই গার্সিয়াই মাদ্রিদের ভিলানুয়েভা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ও ব্যবসায় বিশ্লেষণের ওপর ডিগ্রি নিচ্ছেন। কোপা দেল রের নকআউট পর্বের ম্যাচটিতে গোলের পর গার্সিয়া জানালেন তাঁর স্বপ্নপূরণের কথা। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘দিনটি অভিষেকের চেয়েও বিশেষ কিছু। ছোটবেলা থেকে রিয়ালের হয়ে গোল করার স্বপ্ন দেখেছি। সুখীর চেয়ে বেশি কিছু মনে হচ্ছে নিজেকে।’
রিয়াল মাদ্রিদ-লেগানেস ম্যাচটিতে সতীর্থ লুকা মদরিচের সঙ্গে লেগে যায় ভিনিসিয়ুস জুনিয়রের। কারণ, রক্ষণ সামলাতে ভিনিকে নিচে নামতে বলেন মদরিচ। তবে ভিনি সেদিকে ভ্রুক্ষেপ না করায় মদরিচ খেপে যান। ভিনি তর্ক জুড়ে দেন মদরিচের সঙ্গে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে কথা কাটাকাটির বিষয়ে প্রশ্ন করা হয় মদরিচকে। ম্যাচ শেষে মদরিচ বলেছেন, ‘ভিনির ওপর কীভাবে রাগ করব? এটা ফুটবল। যেটা দেখার দরকার নেই,সেদিকেই আপনাদের চোখ যায়।’
১৮ ও ২৫ মিনিটে মদরিচ ও এনড্রিকের গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যায় ২-০ গোলে। লেগানেসকে এরপর জোড়া গোলে সমতায় ফিরিয়েছেন হুয়ান ক্রুজ। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে ক্রুজ করেন প্রথম গোল। দ্বিতীয় গোলটি তিনি করেন ৫৯ মিনিটে। এমনকি যে গার্সিয়া রিয়ালকে জয়সূচক গোল এনে দিয়েছেন, তিনি (গার্সিয়া) ৮২ মিনিটে এনড্রিকের বদলি হিসেবে নেমেছিলেন। ২০২৩ সাল থেকে রিয়ালে খেললেও গত রাতেই ক্লাবটির হয়ে প্রথম গোল করেন গার্সিয়া।
কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে রিয়ালের একাদশে ছিলেন না ভিনিও। ৪৬ মিনিটে ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নামানো হয় রদ্রিগোর পরিবর্তে। ৮২ মিনিটে হলুদ কার্ড দেখেন ভিনি।
২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৭ মিনিট আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
২৫ মিনিট আগেনতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
২ ঘণ্টা আগে