ক্রীড়া ডেস্ক
ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল দিলেই ম্যাচ বলতে গেলে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসত। কিন্তু ভালভার্দে তো ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না।
আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে রিয়াল প্রথমেই নিজেদের এগিয়ে নিয়েছিল। কিন্তু ভালভার্দের শেষ সময়ের পেনাল্টি মিসই যে জিততে দিল না লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-আল হিলাল।
আলোনসো মূলত রিয়ালের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন। ২৫ মে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আগেভাগে এলেও রিয়ালের প্রথম অনুশীলন সেশন আলোনসো করিয়েছেন ৯ জুন। এত অল্প সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া কঠিন বলে মনে করেন আলোনসো। রিয়ালের নতুন কোচ বলেছেন, ‘জানতাম যে সময় লাগবে। কিছু ব্যাপার বদলাতে হবে আমাদের। সেই ব্যাপারগুলো ঠিক অবশ্যই করতেই হবে। সেভাবে আমরা চেষ্টা করব। সময় দরকার। আমাদের হাতে মাত্র ৯ দিন ছিল।’
আল হিলালের বিপক্ষে ম্যাচ ড্র হলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। প্রথমার্ধে অনেক কিছুর অভাব ছিল। ভারসাম্য ছিল না। খেলার ছন্দ বদলাতে পেরেছি আমরা। নিয়ন্ত্রণ নিতে পেরেছি ও প্রতিপক্ষের রক্ষণদুর্গে বেশি হানা দিতে পেরেছি।’
৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। সমতায় ফিরতে আল হিলালের লেগেছে ৭ মিনিট। আল হিলালের ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে বক্সে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রুবেন নেভেস।
রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধেই বরং দারুণ খেলেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলের সুযোগ পান রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে ভালভার্দের পেনাল্টি প্রতিহত করেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু। ১-১ গোলে ড্রয়ের পর এইচ গ্রুপের পয়েন্ট তালিকায় রিয়াল অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট হলেও আল হিলাল তিনে। একই রাতে এইচ গ্রুপের অপর ম্যাচে পাচুয়াকে ২-১ গোলে হারিয়েছে রেডবুল সালজবুর্গ। তাতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে সালজবুর্গ। চারে অবস্থান করছে পাচুয়া।
ফেদেরিকো ভালভার্দে পেনাল্টি থেকে গোল দিলেই ম্যাচ বলতে গেলে রিয়াল মাদ্রিদের হাতে চলে আসত। কিন্তু ভালভার্দে তো ব্যর্থ হয়েছেন। একই সঙ্গে জিততে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর অধীনে লস ব্লাঙ্কোসদের শুরুটা তাই প্রত্যাশামতো হলো না।
আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করে রিয়াল মাদ্রিদ। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের এই ম্যাচে রিয়াল প্রথমেই নিজেদের এগিয়ে নিয়েছিল। কিন্তু ভালভার্দের শেষ সময়ের পেনাল্টি মিসই যে জিততে দিল না লস ব্লাঙ্কোসদের। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-আল হিলাল।
আলোনসো মূলত রিয়ালের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির জায়গায় এসেছেন। ২৫ মে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ নতুন কোচ হিসেবে আলোনসোর নাম ঘোষণা করেছে। আনুষ্ঠানিক ঘোষণা আগেভাগে এলেও রিয়ালের প্রথম অনুশীলন সেশন আলোনসো করিয়েছেন ৯ জুন। এত অল্প সময়ের মধ্যে ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রস্তুতি নেওয়া কঠিন বলে মনে করেন আলোনসো। রিয়ালের নতুন কোচ বলেছেন, ‘জানতাম যে সময় লাগবে। কিছু ব্যাপার বদলাতে হবে আমাদের। সেই ব্যাপারগুলো ঠিক অবশ্যই করতেই হবে। সেভাবে আমরা চেষ্টা করব। সময় দরকার। আমাদের হাতে মাত্র ৯ দিন ছিল।’
আল হিলালের বিপক্ষে ম্যাচ ড্র হলেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আলোনসো। রিয়াল মাদ্রিদের কোচ বলেন, ‘প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। প্রথমার্ধে অনেক কিছুর অভাব ছিল। ভারসাম্য ছিল না। খেলার ছন্দ বদলাতে পেরেছি আমরা। নিয়ন্ত্রণ নিতে পেরেছি ও প্রতিপক্ষের রক্ষণদুর্গে বেশি হানা দিতে পেরেছি।’
৩৪ মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রদ্রিগোর পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন গার্সিয়া। সমতায় ফিরতে আল হিলালের লেগেছে ৭ মিনিট। আল হিলালের ফরোয়ার্ড মারকোস লিওনার্দোকে টেনে বক্সে ফেলে দেন রিয়াল ডিফেন্ডার রাউল আসেনসিও। ৪১ মিনিটে পেনাল্টি থেকে সমতাসূচক গোল করেন রুবেন নেভেস।
রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধেই বরং দারুণ খেলেছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলের সুযোগ পান রিয়াল মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। তবে ভালভার্দের পেনাল্টি প্রতিহত করেন আল হিলাল গোলরক্ষক ইয়াসিন বুনু। ১-১ গোলে ড্রয়ের পর এইচ গ্রুপের পয়েন্ট তালিকায় রিয়াল অবস্থান করছে দুইয়ে। সমান ১ পয়েন্ট হলেও আল হিলাল তিনে। একই রাতে এইচ গ্রুপের অপর ম্যাচে পাচুয়াকে ২-১ গোলে হারিয়েছে রেডবুল সালজবুর্গ। তাতে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে সালজবুর্গ। চারে অবস্থান করছে পাচুয়া।
ফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখত কাজ চালিয়ে যাবেন তিনি।
৩৮ মিনিট আগেবাফুফে ভবনের চার তলায় থাকেন নারী ফুটবলাররা। ক্যাম্পের খাবার নিয়ে প্রায়ই সমালোচনা করতে দেখা যায় কোচ পিটার বাটলার। ফুটবলারদের মধ্যে সঠিক পুষ্টির অভাবও দেখতে পান তিনি। বাটলার কথার সঙ্গে খুব একটা একমত নন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
১ ঘণ্টা আগেখেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২ ঘণ্টা আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
৩ ঘণ্টা আগে