Ajker Patrika

স্পেনের ভয়াবহ বন্যায় স্থগিত রিয়াল মাদ্রিদের ম্যাচ

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২: ২৬
স্পেনের ভয়াবহ বন্যায় বাতিল রিয়াল মাদ্রিদের ম্যাচ। ছবি: এএফপি
স্পেনের ভয়াবহ বন্যায় বাতিল রিয়াল মাদ্রিদের ম্যাচ। ছবি: এএফপি

ভয়াবহ বন্যায় ভুগছে পুরো স্পেন। অসংখ্য মানুষের প্রাণহানির পাশাপাশি বাড়িঘরও তলিয়ে গেছে। এমন ভয়াবহ দুর্যোগ নাড়িয়ে দিয়েছে দেশটির সব অঙ্গনকে। খেলাধুলাও কী করে বাদ যাবে! রিয়াল মাদ্রিদের একটা ম্যাচ, তাই বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে।

ভ্যালেন্সিয়ার মেস্তায়ায় আগামীকাল হওয়ার কথা ছিল লা লিগার ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ। এই ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে ভয়াবহ বন্যার কারণে। কারণ ভ্যালেন্সিয়া তাদের মাঠ মেস্তায়াকে ব্যবহার করছে বন্যার্তদের সাহায্যের জন্য। ভ্যালেন্সিয়া গত রাতে এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভ্যালেন্সিয়া লা লিগার ১২তম ম্যাচের দিন বাতিলের ব্যাপারে তথ্য পেয়েছে। এটা শনিবার ২ নভেম্বর হওয়ার কথা ছিল। তবে ডানার ভয়াবহতার কারণে ভ্যালেন্সিয়া প্রদেশে অসংখ্য মানুষ মারা গেছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে মৃত মানুষের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি।’

ডানা আবহাওয়া পরিবর্তনের কারণে স্পেনে ঠান্ডা ও গরমের মিশ্রণে একটি বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। যে কারণে হঠাৎ করে বৃষ্টি হয়। এই বৃষ্টিতে বন্যা, টর্নেডোসহ নানা রকম ভয়াবহ দুর্যোগ হয় দেশটিতে। এখন পর্যন্ত ভয়াবহ বন্যায় ১০০-এর মতো মানুষ মারা গেছে। এতে করে ভিয়ারিয়াল-রায়ো ভায়োকানো-লা লিগার এই ম্যাচও বাতিল করা হয়েছে।

রিয়াল মাদ্রিদ বন্যার্তদের সাহায্যে ১ মিলিয়ন ইউরো খরচ করেছে এরই মধ্যে। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ১৩ কোটি টাকা। রেডক্রসের মাধ্যমে তারা এই পরিমাণ টাকা দিয়েছে। রিয়াল মাদ্রিদ এক বিবৃতিতে বলেছে, ‘ডানার প্রভাবে আমাদের দেশের বেশির ভাগ এলাকায় ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে, বিশেষ করে কমিউনিদাদ ভ্যালেন্সিয়ানা এলাকা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন, ক্রুজ রোহা একসঙ্গে মিলে তহবিল গঠনের কাজ করছে বন্যার্তদের উদ্ধারে।’

দেশটিতে এমন ভয়াবহ বন্যার সময়ে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ রিয়াল মাদ্রিদের। ক্লাবটি আরও বলেছে, ‘এই দুর্যোগ অনেক পরিবারকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। ঐক্যবদ্ধ হয়ে কাজ করাটা জরুরি। দ্রুত কাজ করতে হবে। যারা সব হারিয়েছে, তাদের জন্য ছোট ছোট পুঁজিই অনেক বড় উপকারে আসতে পারে।’

লা লিগা, লিগা এফসহ বিভিন্ন ক্লাব রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) কাছে আর্জি জানিয়েছে ম্যাচগুলোর সূচি নিয়ে চিন্তা করার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জননিরাপত্তার স্বার্থে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আরএফইএফ। বন্যায় ক্ষতিগ্রস্ত স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই স্তরে খেলা ১০ ক্লাবকে ম্যাচের দিন-তারিখ নতুন করে ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ এই প্রস্তাবপত্র মঙ্গলবারের মধ্যে জমা দিতে বলেছে। মেয়েদের শীর্ষ লিগে ভ্যালেন্সিয়া-দেপোর্তিভো, রিয়াল-লেভান্তে ম্যাচ দুটিও স্থগিত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত