Ajker Patrika

যুক্তরাষ্ট্রের সঙ্গে জিততেই ব্রাজিলের লাগল ১০ বছর

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৭: ৩৪
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১০ বছর পর জিতল ব্রাজিল। ছবি: এএফপি

১০ বছর ধরে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের বিপক্ষে জিততে পারছিল না ব্রাজিল। অবশেষে সেই গেরো খুলল আজ। ২০১৪ সালের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম জয় পেল ব্রাজিল। আজ ক্যালিফোর্নিয়ার পেপাল পার্কে ড্র হতে যাওয়া ম্যাচটি ২-১ গোলে জিত নিলেন ব্রাজিলের মেয়েরা। বদলি নেমে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আমান্দা গুতিয়েরেস জয় নিশ্চিত করেন অতিথিদের।

লস অ্যাঞ্জেলেসে গত শনিবার প্রথম প্রীতি ম্যাচে ২-০ গোলে যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিল ব্রাজিল। এ ম্যাচেও দাপটের সঙ্গে শুরু করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ম্যাচের প্রথম মিনিটেই স্ট্রাইকার ক্যাটারিনা মাসারিওর গোলে এগিয়ে যায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল যুক্তরাষ্ট্র। ৩৪ সেকেন্ডে গোল করেন তিনি।

ব্রাজিলও সমতায় ফিরতে বেশ মরিয়া হয়ে ওঠে। সুফল পেতেও দেরি হয়নি। ২৪ মিনিটে ম্যানচেস্টার সিটির লেফট উইঙ্গার কেরোলিনের গোলে সমতায় ফেরে র‍্যাঙ্কিংয়ে আট নম্বর দল ব্রাজিল। বক্সে ঢুকে ডান পায়ের একটি অসাধারণ শটে যুক্তরাষ্ট্রের গোলকিপার ম্যান্ডি ম্যাকগ্লিনকে পরাস্ত করেন তিনি। নির্দিষ্ট সময় শেষ ম্যাচ গড়াচ্ছিল ড্রয়ের পথে। ঠিক তখনই দৃশ্যপট বদলে দেন আমান্দা।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দারুণ এক গোল করেন এই ফরোয়ার্ড। তাঁর গোলেই জয় নিশ্চিত হয় ব্রাজিলের। রোমাঞ্চকর ম্যাচটি জিতে প্রীতি ম্যাচে একটি করে জয় পেল যুক্তরাষ্ট্র-ব্রাজিল দুই দলই। ২০১৪ সালে ব্রাসিলিয়ায় একটি প্রীতি ম্যাচে শেষবার যুক্তরাষ্ট্রকে হারিয়েছিল ব্রাজিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত