Ajker Patrika

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল ‘পুঁচকে’ হাঙ্গেরি

আপডেট : ২২ জুন ২০২১, ১৬: ১৯
বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল ‘পুঁচকে’ হাঙ্গেরি

ঢাকা: টুর্নামেন্ট শুরুর আগে ফেবারিটের তালিকায় বাকিদের চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সেই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১–১ গোলে রুখে দিয়ে ইউরোর এখন পর্যন্ত বড় অঘটনটা ঘটাল হাঙ্গেরি। প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে লড়াই জমিয়েও হারতে হয়েছিল হাঙ্গেরিকে। ফ্রান্সের বিপক্ষে ঠিকই এক পয়েন্ট আদায় করে নিয়েছে পুসকাসের উত্তরসূরিরা।

একে তো বিশ্বচ্যাম্পিয়ন, তির ওপর দলের প্রতিটি পজিশনে আছে বিশ্বের সেরা সেরা সব খেলোয়াড়। আরেক ফেবারিট জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচ হারিয়ে ফ্রান্সের শুরুটাও ছিল ফেবারিটের মতো। নিজেদের দ্বিতীয় ম্যাচেই দিদিয়ের দেশমের দলকে মাটিতে নামাল হাঙ্গেরি। সেই সঙ্গে ইউরোর মৃত্যুকূপ ‘এফ’ গ্রুপের লড়াইটাও জমিয়ে দিল। এই ম্যাচ জিতলে নকআউট পর্ব নিশ্চিত করার সুযোগ ছিল ফ্রান্সের। পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কাও বাদ দিতে পারছেন না এমবাপ্পে–গ্রিজমানরা।

বুদাপেস্টের পুসকাস অ্যারিনায় শুরু থেকেই ফ্রান্সের গতির সঙ্গে পাল্লা দিয়ে খেলেছে হাঙ্গেরি। স্বাগতিকদের চাপের মুখে একাধিকবার খেই হারিয়েছে ফরাসি রক্ষণ। তেমনই এক আক্রমণ থেকে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল পেয়ে এগিয়ে যায় হাঙ্গেরি। আতিলা ফিওলার এই গোলে চাপে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর ফ্রান্স অবশ্য আক্রমণের ধার বাড়ায়। এমবাপ্পে–গ্রিজমানরাও ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নেন। তবে ফ্রান্সের একাধিক আক্রমণের ঝড় দারুণ দক্ষতায় রুখে দেন হাঙ্গেরিয়ান গোলরক্ষক। ৬৬ মিনিটে অবশ্য গ্রিজমানকে আর আটকানো যায়নি। দারুণ এক আক্রমণে এমবাপ্পের পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। ইউরোর সর্বোচ্চ গোলের তালিকায় স্বদেশি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে (৯) ছাড়ানোর পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন গ্রিজমান (৭)। সমতায় ফিরলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ফ্রান্সের।

ইউরোর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ পর্তুগাল। সেই ম্যাচে জয়–পরাজয়ের ওপর নির্ভর করছে দলটির নকআউট পর্ব। তার আগে অবশ্য আজ রাতে পর্তুগাল–জার্মানির ম্যাচটির ফলের দিকে চোখ রাখতে হবে দেশমের দলকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত