Ajker Patrika

আনচেলত্তিকে ছাড়া যে ব্রাজিলের চলছেই না

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ মে ২০২৫, ১১: ০৭
ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়নি আনচেলত্তির। ছবি: এএফপি
ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়নি আনচেলত্তির। ছবি: এএফপি

দরিভাল জুনিয়র বরখাস্ত হওয়ায় ব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়ে। ব্রাজিল তাই হন্যে হয়ে খুঁজছে কোচ। সেই আলোচনায় বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। আনচেলত্তির ব্রাজিলে আসা নিয়ে শোনা যাচ্ছে লুকোচুরির খেলা।

কখনো শোনা যাচ্ছে, আনচেলত্তির ব্রাজিলে আসার পথ বন্ধ। কখনোবা তাঁর কোচ হওয়ার সম্ভাবনা জোরালো হচ্ছে নতুন করে। ইএসপিএনের গত রাতের এক প্রতিবেদনে জানা গেছে, আনচেলত্তির জন্য আরও অপেক্ষা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদের ভাগ্য নির্ধারণ হওয়া পর্যন্ত সিবিএফ অপেক্ষা করতে রাজি।

২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখা যাবে, ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা রিয়ালের ৭২ পয়েন্ট। দুই দলেরই লিগে আর পাঁচটি করে ম্যাচ রয়েছে। আর ১১ মে এল ক্লাসিকোয় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। লা লিগায় রিয়ালের শেষ ম্যাচ হবে ২৪ বা ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে।

কোচের দায়িত্ব আনচেলত্তির হাতে তুলে দিতে কদিন ধরেই তাঁর পেছনে ছুটছে সিবিএফ। কদিন আগেও জানা গিয়েছিল, রিয়াল মাদ্রিদ কোচের দায়িত্ব ছেড়ে আনচেলত্তি জুনে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন। তবে এরপরই ভিন্ন খবর শোনা যায়। রিয়ালের বোর্ড পরিচালকেরা নাকি তাতে ক্ষুব্ধ হয়েছেন। ইএসপিএন সূত্রের বরাতে গত রাতে জানিয়েছে, আনচেলত্তি যখন ও যেভাবে দায়িত্ব ছাড়ার কথা ভেবেছেন, তাতে রিয়াল অসন্তুষ্ট। ব্রাজিলের কোচ হওয়ার আগে এই সমস্যার সমাধান তাঁর করতেই হবে। এদিকে জুনে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব খেলবে ব্রাজিল। ২৬ মের মধ্যে তাই নতুন কোচ সিবিএফ নিতে চাইছে বলে জানা গেছে।

২০২৬ সালের জুনে রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। আর সূত্রের বরাতে ইএসপিএন গত রাতে জানিয়েছে, মেয়াদ ফুরোনোর আগে রিয়াল ছাড়তে চাইলে আনচেলত্তিকে মোটা অঙ্কের টাকা ছাড় দিতে হবে। চুক্তি বাতিল করে কোচ ছাড়তে সিবিএফের কাছ থেকে ক্ষতিপূরণ পাওয়ার কথা ভাবছে রিয়াল। সূত্র আরও জানিয়েছে, চুক্তির মেয়াদ শেষ হতে যত সময়ই বাকি থাকুক, কোচকে বরখাস্ত করলে তাঁকে সাধারণত ছয় মাসের একটি ভাতা রিয়াল দেয়।

ইএসপিএনকে আরেক সূত্র জানিয়েছে, আনচেলত্তি তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ফুরোনোর আগে যা বেতন পাবেন, সেটার শতকরা অংশ রিয়াল পরিশোধ করতে পারে। ব্রাজিল ফুটবল ফেডারেশন সেক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে পারে। সূত্রের বরাতে আরও জানা গেছে, আনচেলত্তিকে না পাওয়া গেলে হোর্হে জেসুস, আবেল ফেরেইরা-এই দুজনের মধ্যে যেকোনো একজনকে সিবিএফ নিতে পারে।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিল রয়েছে ৪ নম্বরে। সেলেসাওদের পয়েন্ট ২১। সমান ২১ পয়েন্ট হলেও গোল ব্যবধানের কারণে তিন ও পাঁচে উরুগুয়ে ও প্যারাগুয়ে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকা আর্জেন্টিনা ও ইকুয়েডরের পয়েন্ট ৩১ ও ২৩। সবাই ১৪টি করে ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত