Ajker Patrika

জেটে এসে বেনজেমাদের বিপক্ষে না খেলেও শিরোপা উদ্‌যাপন নেইমারের

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ১৩: ৫৭
জেটে এসে বেনজেমাদের বিপক্ষে না খেলেও শিরোপা উদ্‌যাপন নেইমারের

নেইমার আর চোট—এ যেন সমার্থক হয়ে উঠেছে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেও দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আবারও লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার। 

তবে দল যখন সৌদি সুপার কাপের ফাইনালে, মাঠে না এসে কি পারেন? এ নয় যে, চোট নিয়ে নেইমার মাঠে নেমে পড়েছেন। দলকে উৎসাহ দিতে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে ৩২ বছর বয়সী তারকা খেলা দেখেছেন গ্যালারিতে বসে। 

সতীর্থকে দেখেই হয়তো উজ্জীবিত হয়ে উঠেছিলেন ম্যালকম। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের স্বদেশি করলেন জোড়া গোল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আর হিলাল। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২১ মিনিটে আল ইত্তিহাদকে সমতায় ফেরান আবদেররাজ্জাক হামদাল্লাহ। এই মরক্কোন ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন। 

৪৪ মিনিটে সালিম আলদাউসারির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। ৮৯ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন ম্যালকম। যোগ করা ষষ্ঠ মিনিটে আল হিলালের চতুর্থ গোলটি করেন নাসের আলদাউসারি। এ ম্যাচে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা। তবে গোলের দেখা পাননি। নেইমারকে কালো জ্যাকেটে দেখা যায় গ্যালারিতে। পরে আল হিলাল সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্‌যাপনও করেন মাঠে। এক দিন আগে সৌদি আরবে নিজস্ব জেটে করে উড়ে আসেন তিনি। যান দলের ট্রেনিংয়েও। নেইমারের ফেরা নিয়ে ম্যাচের আগে আল হিলাল তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখে, ‘আবুধাবিতে আমাদের অনুশীলন সেশনে ব্রাজিলিয়ান জাদুকর নেইমার।’ 

গত ১৩ মার্চ আল ইত্তিহাদকে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারিয়ে একটি রেকর্ড গড়েছিল আল হিলাল। পেয়েছিল টানা ২৮তম জয়। সেটি এখন দাঁড়াল ৩৪। সৌদি ক্লাবটির চেয়ে টানা জয় নেই বিশ্বের আর কোনো ফুটবল ক্লাবের। এর আগে ওয়েলসের দ্য নিউ সেইন্টসের ছিল ২৭ জয়। তারা এই কীর্তি গড়েছিল ২০১৬-১৭ মৌসুমে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত