নেইমার আর চোট—এ যেন সমার্থক হয়ে উঠেছে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেও দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আবারও লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার।
তবে দল যখন সৌদি সুপার কাপের ফাইনালে, মাঠে না এসে কি পারেন? এ নয় যে, চোট নিয়ে নেইমার মাঠে নেমে পড়েছেন। দলকে উৎসাহ দিতে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে ৩২ বছর বয়সী তারকা খেলা দেখেছেন গ্যালারিতে বসে।
সতীর্থকে দেখেই হয়তো উজ্জীবিত হয়ে উঠেছিলেন ম্যালকম। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের স্বদেশি করলেন জোড়া গোল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আর হিলাল। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২১ মিনিটে আল ইত্তিহাদকে সমতায় ফেরান আবদেররাজ্জাক হামদাল্লাহ। এই মরক্কোন ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন।
৪৪ মিনিটে সালিম আলদাউসারির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। ৮৯ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন ম্যালকম। যোগ করা ষষ্ঠ মিনিটে আল হিলালের চতুর্থ গোলটি করেন নাসের আলদাউসারি। এ ম্যাচে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা। তবে গোলের দেখা পাননি। নেইমারকে কালো জ্যাকেটে দেখা যায় গ্যালারিতে। পরে আল হিলাল সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনও করেন মাঠে। এক দিন আগে সৌদি আরবে নিজস্ব জেটে করে উড়ে আসেন তিনি। যান দলের ট্রেনিংয়েও। নেইমারের ফেরা নিয়ে ম্যাচের আগে আল হিলাল তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখে, ‘আবুধাবিতে আমাদের অনুশীলন সেশনে ব্রাজিলিয়ান জাদুকর নেইমার।’
গত ১৩ মার্চ আল ইত্তিহাদকে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারিয়ে একটি রেকর্ড গড়েছিল আল হিলাল। পেয়েছিল টানা ২৮তম জয়। সেটি এখন দাঁড়াল ৩৪। সৌদি ক্লাবটির চেয়ে টানা জয় নেই বিশ্বের আর কোনো ফুটবল ক্লাবের। এর আগে ওয়েলসের দ্য নিউ সেইন্টসের ছিল ২৭ জয়। তারা এই কীর্তি গড়েছিল ২০১৬-১৭ মৌসুমে।
নেইমার আর চোট—এ যেন সমার্থক হয়ে উঠেছে তাঁর ক্যারিয়ারের শুরু থেকে। পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দিলেও দলটির হয়ে বেশি ম্যাচ খেলতে পারেননি। পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আবারও লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান সুপারস্টার।
তবে দল যখন সৌদি সুপার কাপের ফাইনালে, মাঠে না এসে কি পারেন? এ নয় যে, চোট নিয়ে নেইমার মাঠে নেমে পড়েছেন। দলকে উৎসাহ দিতে গতকাল আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে ৩২ বছর বয়সী তারকা খেলা দেখেছেন গ্যালারিতে বসে।
সতীর্থকে দেখেই হয়তো উজ্জীবিত হয়ে উঠেছিলেন ম্যালকম। আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের স্বদেশি করলেন জোড়া গোল। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ম্যালকমের গোলে এগিয়ে যায় আর হিলাল। তবে সেই ব্যবধান ধরে রাখতে পারেনি। ২১ মিনিটে আল ইত্তিহাদকে সমতায় ফেরান আবদেররাজ্জাক হামদাল্লাহ। এই মরক্কোন ফরোয়ার্ড একটি পেনাল্টিও মিস করেন।
৪৪ মিনিটে সালিম আলদাউসারির গোলে আবারও এগিয়ে যায় আল হিলাল। ৮৯ মিনিটে ব্যবধানটা ৩-১ করেন ম্যালকম। যোগ করা ষষ্ঠ মিনিটে আল হিলালের চতুর্থ গোলটি করেন নাসের আলদাউসারি। এ ম্যাচে আল ইত্তিহাদের হয়ে খেলেছেন করিম বেনজেমা। তবে গোলের দেখা পাননি। নেইমারকে কালো জ্যাকেটে দেখা যায় গ্যালারিতে। পরে আল হিলাল সতীর্থদের সঙ্গে শিরোপা উদ্যাপনও করেন মাঠে। এক দিন আগে সৌদি আরবে নিজস্ব জেটে করে উড়ে আসেন তিনি। যান দলের ট্রেনিংয়েও। নেইমারের ফেরা নিয়ে ম্যাচের আগে আল হিলাল তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে লেখে, ‘আবুধাবিতে আমাদের অনুশীলন সেশনে ব্রাজিলিয়ান জাদুকর নেইমার।’
গত ১৩ মার্চ আল ইত্তিহাদকে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে হারিয়ে একটি রেকর্ড গড়েছিল আল হিলাল। পেয়েছিল টানা ২৮তম জয়। সেটি এখন দাঁড়াল ৩৪। সৌদি ক্লাবটির চেয়ে টানা জয় নেই বিশ্বের আর কোনো ফুটবল ক্লাবের। এর আগে ওয়েলসের দ্য নিউ সেইন্টসের ছিল ২৭ জয়। তারা এই কীর্তি গড়েছিল ২০১৬-১৭ মৌসুমে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে