Ajker Patrika

কিউবা-ফাহামিদুলকে নিয়ে সাজানো হচ্ছে অনূর্ধ্ব-২৩ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৫, ২০: ৩৭
অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলাম। ফাইল ছবি
অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলাম। ফাইল ছবি

প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।

সেপ্টেম্বরের নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। যদিও বাফুফে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছুই জানায়নি। একইসময়ে ভিয়েতনামে হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের কোচ কে হবেন তা নিয়ে এখনো চলছে আলোচনা। সিদ্ধান্ত আসবে পরের জরুরি সভায়।

অনূর্ধ্ব-২৩ দলে কিউবা মিচেল ও ফাহামিদুল ইসলামকে খেলানোর প্রস্তাব দিয়েছেন জাতীয় দল কমিটির কয়েকজন সদস্য। ফাহামিদুল ইতোমধ্যেই জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। তাঁর বয়স ১৮ হওয়া অনূর্ধ্ব-২৩ দলে খেলাতে বাধা নেই। ইংল্যান্ড প্রবাসী কিউবা এখনো অভিষেকের অপেক্ষায়।

গত মাসে জাতীয় স্টেডিয়ামে হয়েছে প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। এর মধ্যে ৬-৭ জনকে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাকা হবে। আলোচনায় আছেন বিতোশোক চাকমা, একরামুল কাসপার, জায়ান আহমেদ, ইমান আলম।

আগস্টে ফর্টিসের মাঠে শুরু হতে পারে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। ৩ সেপ্টেম্বর প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের মুখোমুখি হবে বাংলাদেশ। ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর শেষ ম্যাচে প্রতিপক্ষ সিঙ্গাপুর।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাকে নিয়ে ছিল না কোনো এজেন্ডা। তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘কোচ নিয়ে আজ আমাদের আলোচনা হয়েছে ভুলত্রুটি সংশোধনের ব্যাপারে। জাতীয় দল কমিটির সদস্যরা কিছু পরামর্শ দিয়েছে। সেই পরামর্শের ওপর ভিত্তি করে সামনে এগিয়ে যাওয়ার পথে হেটেছি। কোনো জবাবাদিহিতার আওতায় আনার কথা বলা হয়নি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত