ক্রীড়া ডেস্ক
হ্যাটট্রিক হারের পর গত ম্যাচে ইন্টার মায়ামি জয়ের ধারায় ফিরেছিল। তবে সেটা ছিল কেবল এক ম্যাচের জন্যই। এবার লিওনেল মেসির মায়ামি হারল বড় ব্যবধানে। উপরন্তু দলটি করেছে আত্মঘাতী গোলও।
আলিয়াঞ্জ ফিল্ড স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটার বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে মিনেসোটা। মায়ামিকে হারাতে দারুণ অবদান রেখেছেন মিনেসোটা গোলরক্ষক ডেইনি সেন্ট ক্লেয়ার। ম্যাচে মেসির দল হেরেছে ৪-১ গোলে।
৩২ মিনিটে মিনেসোটাকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার বোঙ্গোখুলি লংওয়ানি। প্রথমার্ধ দলটি শেষ করেছে ২-০ গোলে এগিয়ে থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোলটি করেন আরেক মিডফিল্ডার অ্যান্টনি মার্কানিজ। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৮ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন মেসি।
মায়ামি ব্যবধান কমানোর পর আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ৫৮ মিনিটে ব্যবধান তিনগুণ করার সুযোগ পান মিনেসোটা মিডফিল্ডার হোয়াকুইন পেরেইরা। তবে মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি সেটা প্রতিহত করেছেন। ৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। মেসির কর্নার থেকে পাস প্রথমে রিসিভ করেন জর্দি আলবা। তবে বাঁ পায়ে আলবা যে শট নিয়েছেন, সেটা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
দুই দলের সুযোগ মিসের মহড়ায় গোল উপহার পায় মিনেসোটা। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। চতুর্থ গোল পেতে মিনেসোটার লেগেছে ২ মিনিট। ৭০ মিনিটে দলটির মিডফিল্ডার রবিন লড গোল করেছেন। ২ মিনিট পর মেসি ব্যবধান কমানোর সুযোগ পান ঠিকই। তবে মিনেসোটা গোলরক্ষক ক্লেয়ার সেটা প্রতিহত করেছেন। শেষভাগে এসে মায়ামি-মিনেসোটা আক্রমণের ধার বাড়ালেও কোনো কাজে আসেনি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে সিনসিনাটি। সমান ম্যাচে কলম্বাস ক্রুরও ২৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিন ও চারে থাকা ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামির পয়েন্ট ২৩ ও ২১। ফিলাডেলফিয়া খেলেছে ১২ ম্যাচ। মেসির মায়ামি ১১ ম্যাচ খেলেছে।
হ্যাটট্রিক হারের পর গত ম্যাচে ইন্টার মায়ামি জয়ের ধারায় ফিরেছিল। তবে সেটা ছিল কেবল এক ম্যাচের জন্যই। এবার লিওনেল মেসির মায়ামি হারল বড় ব্যবধানে। উপরন্তু দলটি করেছে আত্মঘাতী গোলও।
আলিয়াঞ্জ ফিল্ড স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটার বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে মিনেসোটা। মায়ামিকে হারাতে দারুণ অবদান রেখেছেন মিনেসোটা গোলরক্ষক ডেইনি সেন্ট ক্লেয়ার। ম্যাচে মেসির দল হেরেছে ৪-১ গোলে।
৩২ মিনিটে মিনেসোটাকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার বোঙ্গোখুলি লংওয়ানি। প্রথমার্ধ দলটি শেষ করেছে ২-০ গোলে এগিয়ে থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোলটি করেন আরেক মিডফিল্ডার অ্যান্টনি মার্কানিজ। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৮ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন মেসি।
মায়ামি ব্যবধান কমানোর পর আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ৫৮ মিনিটে ব্যবধান তিনগুণ করার সুযোগ পান মিনেসোটা মিডফিল্ডার হোয়াকুইন পেরেইরা। তবে মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি সেটা প্রতিহত করেছেন। ৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। মেসির কর্নার থেকে পাস প্রথমে রিসিভ করেন জর্দি আলবা। তবে বাঁ পায়ে আলবা যে শট নিয়েছেন, সেটা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
দুই দলের সুযোগ মিসের মহড়ায় গোল উপহার পায় মিনেসোটা। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। চতুর্থ গোল পেতে মিনেসোটার লেগেছে ২ মিনিট। ৭০ মিনিটে দলটির মিডফিল্ডার রবিন লড গোল করেছেন। ২ মিনিট পর মেসি ব্যবধান কমানোর সুযোগ পান ঠিকই। তবে মিনেসোটা গোলরক্ষক ক্লেয়ার সেটা প্রতিহত করেছেন। শেষভাগে এসে মায়ামি-মিনেসোটা আক্রমণের ধার বাড়ালেও কোনো কাজে আসেনি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে সিনসিনাটি। সমান ম্যাচে কলম্বাস ক্রুরও ২৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিন ও চারে থাকা ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামির পয়েন্ট ২৩ ও ২১। ফিলাডেলফিয়া খেলেছে ১২ ম্যাচ। মেসির মায়ামি ১১ ম্যাচ খেলেছে।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে