Ajker Patrika

এবার আত্মঘাতী গোল মায়ামির, বিধ্বস্ত মেসিরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ মে ২০২৫, ১৭: ১২
মেসির গোলের পরও ইন্টার মায়ামি হেরেছে ৪-১ গোলে। ছবি: এএফপি
মেসির গোলের পরও ইন্টার মায়ামি হেরেছে ৪-১ গোলে। ছবি: এএফপি

হ্যাটট্রিক হারের পর গত ম্যাচে ইন্টার মায়ামি জয়ের ধারায় ফিরেছিল। তবে সেটা ছিল কেবল এক ম্যাচের জন্যই। এবার লিওনেল মেসির মায়ামি হারল বড় ব্যবধানে। উপরন্তু দলটি করেছে আত্মঘাতী গোলও।

আলিয়াঞ্জ ফিল্ড স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) মিনেসোটার বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। এই ম্যাচে মায়ামিকে নিয়ে ছেলেখেলা করেছে মিনেসোটা। মায়ামিকে হারাতে দারুণ অবদান রেখেছেন মিনেসোটা গোলরক্ষক ডেইনি সেন্ট ক্লেয়ার। ম্যাচে মেসির দল হেরেছে ৪-১ গোলে।

৩২ মিনিটে মিনেসোটাকে এগিয়ে দেন দলটির মিডফিল্ডার বোঙ্গোখুলি লংওয়ানি। প্রথমার্ধ দলটি শেষ করেছে ২-০ গোলে এগিয়ে থেকে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে গোলটি করেন আরেক মিডফিল্ডার অ্যান্টনি মার্কানিজ। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোলের দেখা পায় মায়ামি। ৪৮ মিনিটে জর্দি আলবার ক্রস থেকে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন মেসি।

মায়ামি ব্যবধান কমানোর পর আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকে খেলা। ৫৮ মিনিটে ব্যবধান তিনগুণ করার সুযোগ পান মিনেসোটা মিডফিল্ডার হোয়াকুইন পেরেইরা। তবে মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারি সেটা প্রতিহত করেছেন। ৬৫ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় মায়ামি। মেসির কর্নার থেকে পাস প্রথমে রিসিভ করেন জর্দি আলবা। তবে বাঁ পায়ে আলবা যে শট নিয়েছেন, সেটা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।

দুই দলের সুযোগ মিসের মহড়ায় গোল উপহার পায় মিনেসোটা। ৬৮ মিনিটে আত্মঘাতী গোল করেন মায়ামি ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। চতুর্থ গোল পেতে মিনেসোটার লেগেছে ২ মিনিট। ৭০ মিনিটে দলটির মিডফিল্ডার রবিন লড গোল করেছেন। ২ মিনিট পর মেসি ব্যবধান কমানোর সুযোগ পান ঠিকই। তবে মিনেসোটা গোলরক্ষক ক্লেয়ার সেটা প্রতিহত করেছেন। শেষভাগে এসে মায়ামি-মিনেসোটা আক্রমণের ধার বাড়ালেও কোনো কাজে আসেনি। ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে সিনসিনাটি। সমান ম্যাচে কলম্বাস ক্রুরও ২৫ পয়েন্ট। তবে গোল ব্যবধানের কারণে তারা দুইয়ে। তিন ও চারে থাকা ফিলাডেলফিয়া ও ইন্টার মায়ামির পয়েন্ট ২৩ ও ২১। ফিলাডেলফিয়া খেলেছে ১২ ম্যাচ। মেসির মায়ামি ১১ ম্যাচ খেলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত