লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের।
এ বছরের মে মাসেই ক্রুস জানিয়েছেন, ২০২৪ ইউরো দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় গত রাতে জার্মানি-স্পেন ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ক্যামেরার লেন্সও বারবার খুঁজে বেরাচ্ছিল ক্রুসকে। কারণ হারলে যেমন জার্মানির বিদায়, তেমনি ক্রুসেরও ইতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের। ম্যাচের ফল বলবে স্পেন ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝবেন জার্মানি কতটা প্রাণপণে লড়াই করেছে। জার্মানরা যে খেলেছে ক্রুসের জন্যই। স্পেনের রক্ষণভাগ বারবার কাঁপিয়ে দিচ্ছিল স্বাগতিকেরা। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন যে সুপারম্যানের চেয়েও ছিলেন বেশি কিছু। এমনকি ভাগ্যও কথা বলেনি জার্মানির পক্ষে।
৯০ মিনিটে স্পেন-জার্মানি ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ১১৯ মিনিটে অলমোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। স্পেন সমতায় ফেরার পর ১২০ মিনিটের সময়ই গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। সুপার সাব হিসেবে পরিচিত নিকোলাস ফুলক্রুগের হেড ঠিকমতো হলেই সমতায় ফিরত জার্মানি। পরের অংশ আরও রোমাঞ্চকর হয়ে ম্যাচটা জার্মানির পক্ষে যেতে পারত। তবে ভাগ্য সহায় না থাকলে কী আর করার। জার্মানির হারে নিশ্চিত হয়ে গেছে ক্রুসের বিদায়।
ম্যাচ শেষে গ্যালারিতে জার্মান ভক্ত-সমর্থকদের চেহারায় হতাশার ছাপ দেখা গেছে। ক্রুসকে সান্ত্বনা দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। জার্মান মিডফিল্ডার যে কতটা দৃঢ়চেতা, সেটা বোঝা গেছে ম্যাচ শেষেই। শুধু জার্সি দিয়ে মুখ ঢেকেছেন এবং চোখের জল অনেক কষ্টে ধরে রেখেছেন। ক্রুসের সঙ্গে আলিঙ্গন করেছেন জার্মান কোচ হুলিয়ান নাগলসম্যান, টমাস মুলারসহ অনেকেই। ক্রুস শুধু হাততালি দিয়েছেন।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৩৪ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়। ৬টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটি জিতেছেন রিয়াল মাদ্রিদে। বায়ার্ন মিউনিখের জার্সিতে একবার জিতেছেন উয়েফার এই টুর্নামেন্ট। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮৬৮ ম্যাচ খেলে করেছেন ৯০ গোল। যার মধ্যে জার্মানির জার্সিতে করেছেন ১১৪ ম্যাচে করেছেন ১৪ গোল।
লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের।
এ বছরের মে মাসেই ক্রুস জানিয়েছেন, ২০২৪ ইউরো দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় গত রাতে জার্মানি-স্পেন ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ক্যামেরার লেন্সও বারবার খুঁজে বেরাচ্ছিল ক্রুসকে। কারণ হারলে যেমন জার্মানির বিদায়, তেমনি ক্রুসেরও ইতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের। ম্যাচের ফল বলবে স্পেন ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝবেন জার্মানি কতটা প্রাণপণে লড়াই করেছে। জার্মানরা যে খেলেছে ক্রুসের জন্যই। স্পেনের রক্ষণভাগ বারবার কাঁপিয়ে দিচ্ছিল স্বাগতিকেরা। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন যে সুপারম্যানের চেয়েও ছিলেন বেশি কিছু। এমনকি ভাগ্যও কথা বলেনি জার্মানির পক্ষে।
৯০ মিনিটে স্পেন-জার্মানি ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ১১৯ মিনিটে অলমোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। স্পেন সমতায় ফেরার পর ১২০ মিনিটের সময়ই গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। সুপার সাব হিসেবে পরিচিত নিকোলাস ফুলক্রুগের হেড ঠিকমতো হলেই সমতায় ফিরত জার্মানি। পরের অংশ আরও রোমাঞ্চকর হয়ে ম্যাচটা জার্মানির পক্ষে যেতে পারত। তবে ভাগ্য সহায় না থাকলে কী আর করার। জার্মানির হারে নিশ্চিত হয়ে গেছে ক্রুসের বিদায়।
ম্যাচ শেষে গ্যালারিতে জার্মান ভক্ত-সমর্থকদের চেহারায় হতাশার ছাপ দেখা গেছে। ক্রুসকে সান্ত্বনা দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। জার্মান মিডফিল্ডার যে কতটা দৃঢ়চেতা, সেটা বোঝা গেছে ম্যাচ শেষেই। শুধু জার্সি দিয়ে মুখ ঢেকেছেন এবং চোখের জল অনেক কষ্টে ধরে রেখেছেন। ক্রুসের সঙ্গে আলিঙ্গন করেছেন জার্মান কোচ হুলিয়ান নাগলসম্যান, টমাস মুলারসহ অনেকেই। ক্রুস শুধু হাততালি দিয়েছেন।
ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৩৪ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়। ৬টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটি জিতেছেন রিয়াল মাদ্রিদে। বায়ার্ন মিউনিখের জার্সিতে একবার জিতেছেন উয়েফার এই টুর্নামেন্ট। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮৬৮ ম্যাচ খেলে করেছেন ৯০ গোল। যার মধ্যে জার্মানির জার্সিতে করেছেন ১১৪ ম্যাচে করেছেন ১৪ গোল।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে