Ajker Patrika

রিয়ালের মতো জার্মানিতে বিদায় রাঙাতে পারলেন না ক্রুস

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৮: ১৯
রিয়ালের মতো জার্মানিতে বিদায় রাঙাতে পারলেন না ক্রুস

লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের। 

এ বছরের মে মাসেই ক্রুস জানিয়েছেন, ২০২৪ ইউরো দিয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানছেন। স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় গত রাতে জার্মানি-স্পেন ম্যাচ দেখতে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ক্যামেরার লেন্সও বারবার খুঁজে বেরাচ্ছিল ক্রুসকে। কারণ হারলে যেমন জার্মানির বিদায়, তেমনি ক্রুসেরও ইতি পেশাদার ফুটবল ক্যারিয়ারের। ম্যাচের ফল বলবে স্পেন ২-১ গোলে হারিয়েছে জার্মানিকে। কিন্তু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা বুঝবেন জার্মানি কতটা প্রাণপণে লড়াই করেছে। জার্মানরা যে খেলেছে ক্রুসের জন্যই। স্পেনের রক্ষণভাগ বারবার কাঁপিয়ে দিচ্ছিল স্বাগতিকেরা। তবে স্পেনের গোলরক্ষক উনাই সিমন যে সুপারম্যানের চেয়েও ছিলেন বেশি কিছু। এমনকি ভাগ্যও কথা বলেনি জার্মানির পক্ষে। 

৯০ মিনিটে স্পেন-জার্মানি ১-১ গোলে ড্র হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। দুই দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ১১৯ মিনিটে অলমোর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। স্পেন সমতায় ফেরার পর ১২০ মিনিটের সময়ই গোলের সুযোগ পেয়েছিল জার্মানি। সুপার সাব হিসেবে পরিচিত নিকোলাস ফুলক্রুগের হেড ঠিকমতো হলেই সমতায় ফিরত জার্মানি। পরের অংশ আরও রোমাঞ্চকর হয়ে ম্যাচটা জার্মানির পক্ষে যেতে পারত। তবে ভাগ্য সহায় না থাকলে কী আর করার। জার্মানির হারে নিশ্চিত হয়ে গেছে ক্রুসের বিদায়। 

ম্যাচ শেষে গ্যালারিতে জার্মান ভক্ত-সমর্থকদের চেহারায় হতাশার ছাপ দেখা গেছে। ক্রুসকে সান্ত্বনা দিয়েছেন স্প্যানিশ ফুটবলাররা। জার্মান মিডফিল্ডার যে কতটা দৃঢ়চেতা, সেটা বোঝা গেছে ম্যাচ শেষেই। শুধু জার্সি দিয়ে মুখ ঢেকেছেন এবং চোখের জল অনেক কষ্টে ধরে রেখেছেন। ক্রুসের সঙ্গে আলিঙ্গন করেছেন জার্মান কোচ হুলিয়ান নাগলসম্যান, টমাস মুলারসহ অনেকেই। ক্রুস শুধু হাততালি দিয়েছেন।

ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল মিলে ৩৪ শিরোপা জিতেছেন ক্রুস। যার মধ্যে জার্মানির ২০১৪ বিশ্বকাপ জয়। ৬টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটি জিতেছেন রিয়াল মাদ্রিদে। বায়ার্ন মিউনিখের জার্সিতে একবার জিতেছেন উয়েফার এই টুর্নামেন্ট। পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮৬৮ ম্যাচ খেলে করেছেন ৯০ গোল। যার মধ্যে জার্মানির জার্সিতে করেছেন ১১৪ ম্যাচে করেছেন ১৪ গোল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত